News
কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প, বাড়ি বসেই পাবেন ৫ লক্ষ! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত
Advertisement

Advertisements
শরীর থাকলে রোগ থাকবেই। তবে সাধারণ গরিব মানুষদের জন্য সেসব রোগের চিকিৎসা করাতে গিয়ে হয়ে যায় পকেট শূন্য। যে কারণে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী কার্ডের সূচনা করেছিলেন। প্রতিবছর প্রতি পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা পাওয়া যাবে সেই কার্ডে। তবে রাজ্য দিলেও পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojona) ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে। বিস্তারিত আজ এই প্রতিবেদনে জানানো হলো –
- নাম – আয়ুষ্মান ভারত
- কবে চালু হয় – ২০১৮ এর ২৩ শে সেপ্টেম্বর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
- কিভাবে কাজ করে – স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে ৬০:৪০ অনুপাতে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই টাকা দেয় আয়ুষ্মান ভারতের আওতায়।
- পরিবার পিছু কত টাকা পাবে – ৫ লক্ষ টাকা পাবে পরিবার পিছু।
- কার্ডের প্রকারভেদ – আয়ুষ্মান ভারত যোজনার গোল্ডেন কার্ড এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড এই দুটি আলাদা জিনিস আছে।
- আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড – ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা পরিবার পিছু দেওয়া হবে। সাথেই দেশের সব জায়গায় নির্ধারিত সরকারি এবং বেসরকারি নার্সিংহোমে এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে ১৩০০ এর বেশি রোগের চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন।
- আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড – চিকিৎসার যাবতীয় রেকর্ড কোনো চার্জ ছাড়াই জমা করা থাকবে।
এবার জেনে নিন কিভাবে বুঝবেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে আপনার পরিবারের নাম আছে –
- pmjay.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
- প্রোফাইল আইকনে ক্লিক করে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে OK প্রেস করুন।
- মোবাইল নম্বরে OTP আসলে নির্দিষ্ট জায়গায় বসিয়ে চেকবক্স ক্লিক করে Submit অপশনে ক্লিক করবেন।
- রাজ্য, ক্যাটাগরি, নাম, পিন কোড লিখে সার্চ করুন।
- নিজের নাম সেই যোজনার তালিকায় অন্তরভুক্ত থাকলে দেখিয়ে দেবে।