News

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ, ক্লিক করে জানুন আবেদনের পদ্ধতি

Advertisement
Advertisements

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যত শেষ। এবার অপেক্ষা শুধু ফলাফল প্রকাশের। কি নিয়ে এগোবে পড়াশুনা তা নিয়ে অভিভাবক থেকে পড়ুয়া সকলেই চিন্তিত থাকেন। ভালো পড়াশুনা করলেই তো খরচ হবে অনেক। তবে পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে সরকারি ও বেসরকারি বহু উদ্যোগ আপনাদের সাথে আছে। যে কারণে আজ আপনাদের পাঁচটি স্কলারশিপের সম্পর্কে বিশেষ তথ্য দেওয়া থাকলো এই প্রতিবেদনে –

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ, ক্লিক করে জানুন আবেদনের পদ্ধতি

১) নবান্ন স্কলারশিপ –

  • প্রাপ্য অর্থ – বার্ষিক ১০,০০০ টাকা।
  • নম্বর – মাধ্যমিক পরীক্ষার্থীদের ৬৫% ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের ৬০% নম্বর।
  • আবেদন জানেবেন – অনলাইনের মাধ্যমে www.wbcom.gov. in এই ওয়েবসাইট থেকে।

২) SBI ASHA স্কলারশিপ –

  • প্রাপ্য অর্থ – সর্বোচ্চ ৫ লক্ষ টাকা করে পাবেন।
  • নম্বর – বিগত বছরে পড়ুয়াদের ৭৫% নম্বর থাকতে হবে।
  • পারিবারিক আয় – বার্ষিক ৩ লক্ষ টাকার কম আয় হতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ, ক্লিক করে জানুন আবেদনের পদ্ধতি

৩) বিকাশ ভবন স্কলারশিপ –

  • প্রাপ্য অর্থ – প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।
  • নম্বর – পড়ুয়াকে মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
  • পারিবারিক আয় – বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয় হতে হবে।

৪) ঐক্যশ্রী স্কলারশিপ –

  • নম্বর- আগের পরীক্ষা গুলিতে কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে।
  • প্রাপ্য অর্থ – পড়ুয়া বছরে ১,১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত টাকা পাবেন।
  • পারিবারিক আয় – বছরে ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে সেরা ৫টি স্কলারশিপ, ক্লিক করে জানুন আবেদনের পদ্ধতি

৫) সীতারাম জিন্দাল স্কলারশিপ –

  • প্রাপ্য অর্থ – প্রতিমাসে ৫০০-২৫০০ টাকা পর্যন্ত অর্থ পাবেন।
  • নম্বর – উক্ত নম্বর বলা না থাকলেও আপনার ক্যাটাগরি (SC/ST/OBC) অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হবে।
  • পারিবারিক আয় – ২.৫ লক্ষের কম।

বয়স – ৩০ বছরের কম বয়স হতে হবে।