
বছরের পঞ্চম মাস শুরু হয়ে গেছে। মে মাসে কিন্তু এক গুচ্ছ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশের সমস্ত চাকরির খবর নিয়ে কিন্তু আপনাদের জন্য হাজির হয়েছি এই প্রতিবেদনে। তাহলে চলুন সেগুলি এক এক করে দেখে নেওয়া যাক –
১) বিশ্বভারতীতে MTS পদে একাধিক ক্লার্ক নিয়োগ –
যোগ্যতা – মাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – ১৬ই মে ২০২৩ মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২) মেডিক্যাল কর্মী নিয়োগ
যোগ্যতা – MBBS অথবা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ- ১৫ই মে ২০২৩ সালের মধ্যে আবেদন করতে হবে। তবে সরাসরি এই পদে ইন্টারভিউয়ের ফলে নিয়োগ হবে।
৩) NTPC -তে স্থায়ী কর্মী নিয়োগ
যোগ্যতা – প্রার্থীকে উচ্চমাধ্যমিক থাকতে হবে। সাথেই ITI পাশ হতে হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ- অনলাইনের মাধ্যমে ১৬ই মে, মধ্যে আবেদন করতে হবে।
৪) স্টাফ নার্স পদে চাকরি
যোগ্যতা – প্রার্থীকে GNM কোর্স পাশ করা থাকতে হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ- অনলাইনের মাধ্যমে ১০ই মে মধ্যে আবেদন করতে হবে।
৫) GTA Librarian
যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – ১২ই মে মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।
৬) GSL কারখানায় কর্মী
যোগ্যতা – B. Tech ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – ২৪সে মে মধ্যে অনলাইনে আবেদন করুন।
৭) WBP লেডি কনস্টেবল
যোগ্যতা – মাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – ২২সে মে মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
৮) FTII -তে চাকরি
যোগ্যতা – মাধ্যমিক পাশ হলেই আবেদনের যোগ্য
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – ২৯ শে মে, অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবেন।
৯) ISRO -তে কর্মী
যোগ্যতা – প্রার্থীকে উচ্চ মাধ্যমিক সাথেই ITI পাশ হতে হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ – অনলাইনের মাধ্যমে ১৬ই মে মধ্যে আবেদন করতে হবে।