News

টাকা কাটার পরেও হয়নি আধার-প্যান লিঙ্ক? ফেরত পেতে অবশ্যই করুন এই কাজ, ক্লিক করে জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

প্যান ও আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে কার্যত পকেট ফাঁকা হয়ে গেছে? ১০০০ টাকা করে ফাইন দিয়েছেন সেই লিঙ্ক করার সময়। তবে টাকা দিলেও আপনার কাজ এখনও পর্যন্ত হয়নি। আসলে অনেক সময় প্যান-আধার লিংক (Pan – Aadhar Link) করতে গিয়ে নামের মিল না থাকার কারণে কাজ সম্পূর্ণ হয়না। সুতরাং এক্ষেত্রে কী করা উচিত সেই নিয়েই মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে সবার। তবে ১০০০ টাকা দিয়ে দেওয়ার পরেও যদি আপনার লিঙ্ক না হয় তাহলে আপনাকে এই বিশেষ কাজ গুলি করতে হবে –

১) e-Pay Tax কিংবা NSDL– এ করা পেমেন্ট e-filing পোর্টালে সাথে সাথেই দেখায় না। ৪-৫ দিন সময় নিয়ে সেই পোর্টালে আপনার পেমেন্ট দেখাবে। তারপরে দেখবেন প্যান-আধার লিঙ্ক সেখানেই দেখাচ্ছে। কিন্তু তাও যদি না হয় তাহলে পেমেন্টটি মাইনর হেড কোড 500 এর অধীনে করা হয়েছে কিনা প্রথমে দেখবেন। কারণ যদি করা হয়ে থাকে, তবে হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করবেন সেখান থেকেই লিঙ্ক করে দেওয়া হবে।

২) একবার যদি প্যান-আধার লিঙ্ক করার জন্য প্রদত্ত ১০০০ টাকা দেন তাহলে কিন্তু সেটা ফেরত পাবেন না। দেরীতে লিংক করার জন্য 234H এর অধীনে সেই ফি ফেরত দেওয়া হবে না এমনটাই বলা হয়েছে। তাই লিঙ্ক করার আগে আপনার কার্ড চেক করে নেবেন ভালো করে।

৩) www.onlineservices.nsdl. com ও www.myaadhar.gov.in থেকে প্যান কার্ড ও আধার কার্ড বাড়ি বসে দেখে নিতে পারবেন। তাহলে দুটি কার্ডের তথ্য এক আছে কিনা আগে থেকেই জানতে পারবেন আপনি।

৪) যদি ভুল করে প্যানের সাথে আধার লিঙ্ক করে ফেলেন ও তা বাতিল হয়ে যায় তাহলে দ্বিতীয়বার করার জন্য আবারো ১০০০ টাকা ফাইন আপনাকে দিতে হবে।

বিঃদ্রঃ – জনসাধারণের জন্য প্যান-আধার লিংকের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। এর পরে ফাইন মূল্য আরও বৃদ্ধি পাবে।