News

বিলাসবহুল গাড়ি নয়, ধনকুবের মুকেশ আম্বানির পছন্দের তালিকায় রয়েছে এই দুটি বাইক

দেশের তাবড় তাবড় ব্যবসায়ী কিংবা সেলেব্রেটি থাকলেও আম্বানি গোষ্ঠীকে কারোর সাথে তুলনা করা হয় না। দেশ কিংবা মহাদেশ নয় বরং বিশ্বের ধনিদের তালিকায় রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুকেশ আম্বানির জীবন যাত্রা কেমন হতে পারে তার আন্দাজ নিশ্চয়ই করা সম্ভব। তবে মুকেশ আম্বানি প্রকৃতপক্ষে খুব সাধারণ জীবনযাপন করে থাকে। কিন্তু তার বিশেষ কিছু শখ আছে। যেমন ৬০০ কোটি টাকার স্বপ্নের ‘অ্যান্টেলিয়া’ টাওয়ার বানিয়েছেন তিনি। যেখানে পৃথিবীর সবরকম বিনোদন উপস্থিত।

আম্বানি গোষ্ঠীর কাছে নাকি ১০০ টির থেকেও বেশি গাড়ি আছে। থাকলে যদিও অবাক হবার মতো ঘটনা নয়। তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) ব্যাপক বিলাসবহুল জীবন যাপন করে থাকেন। শোনা যায় তিনি যে জল পান করেন তার দাম নাকি ৪০ লাখ টাকা। কিন্তু আপনারা অনেকেই জানেন না মুকেশ আম্বানির সবথেকে বেশি পছন্দের দুটি বাইক। হ্যাঁ শুনতে অবাক লাগলেও দেশের ধনী ব্যক্তির মনের কাছে আছে এই বাইক দুটি।

সালটা ২০১৮, যেখানে রোড রেজ কাস্টম বিল্ডস ২ টি কাস্টম বিল্ট Royal Enfield বুলেট উপহার দিয়েছে রিলায়েন্স ইন্ডিয়ার চেয়ারম্যান মুকেশ আম্বানিকে। সেই বুলেট দুটি নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। তিনি যেখানে যান তার আগে পরে এই বাইক দুটি চলাচল করে। প্রোটেক্টিভ ভাইজর আছে বাইকে যা সূর্যের তাপ, ধূলো-বালি থেকে চালকের চোখ নিরাপদ রাখে। আছে বিশেষ পুলিশ লাইট।

বাইকের পিছনে আছে টপ বক্স ও সাইড প্যানিযার। বাইকের রং করা হয়েছে অফ হোয়াইট রঙের। সাথেই নীল ও হলুদ দিয়ে ডোরাকাঁটা কাজ করা আছে। ৩৫০ সিসি যুক্ত এই বাইক এক কথায় মুকেশ আম্বানির ছায়া সঙ্গী। তাই তিনি যেখানেই যান সাথে সাথেই হাজির হয় রয়্যাল এনফিল্ডের এই বিশেষ বাইক।