News

ছেলের কি নাম রাখবেন সেই ভেবে চিন্তায়? জেনে নিন শ্রী বিষ্ণুর ১০টি নাম যা বেশ আধুনিক, অবশ্যই পছন্দ হবে আপনার

প্রতিটি বাবা-মা চান নিজের সন্তানের একটা সুন্দর নাম রাখতে। আর সে কারণেই শিশু জন্মানোর আগে থেকেই নানান রকমের প্ল্যান করতে থাকেন অভিভাবকরা। কেউ কেউ ভরসা রাখেন স্টাইলিশ নামে তো কারো আবার পছন্দ পৌরাণিক নাম। আসলে হিন্দু শাস্ত্রে এমন বেশ কিছু নাম রয়েছে যেগুলি বেশ শ্রুতিমধুর এবং প্রাসঙ্গিক। কম বেশি প্রায় সকলেই চান দেবদেবীর নামের সঙ্গে নাম মিলিয়ে সন্তানের নাম রাখতে। আর সে কারণেই যেমন অনেকেই বেছে নেন দুর্গা, সরস্বতী ঠিক তেমনই অনেকের আবার পছন্দ শ্রীকৃষ্ণের নাম। আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো শ্রীকৃষ্ণের বেশ কিছু নামের তালিকা।

  • মুকুন্দ: শ্রীকৃষ্ণর এই নামটি বেশ সুন্দর। এই নামের অর্থ ‘যিনি সবাইকে স্বাধীনতা প্রদান করেন’।
  • নমিশ: যারা স্টাইলিস্ট নাম খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে সেরা।
  • আদীপ: শ্রীবিষ্ণুর থেকে যে আলোকরশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় আদীপ। এই নামের অর্থ সুন্দর।
  • অক্ষর: যিনি মৃত্যুঞ্জয় তিনি অক্ষর। নামের অর্থ যে মৃত্যুকে জয় করেছে।
  • আমূর্তি: বর্তমান প্রজন্মের কাছে বেশ পছন্দের এই নাম।
  • অনিমিষ: এমন অনেক অভিভাবক রয়েছেন যারা একটু ব্যতিক্রমী নাম পছন্দ করেন। তারা তাদের সন্তানের জন্য বেছে নিতে পারেন এই নাম। দেশের বেশ কিছু স্থানে এই নামে সম্বোধন করা হয় শ্রীবিষ্ণুকে।
  • দেবেশ: যিনি দেবতার রাজা তাকে বলা হয় দেবেশ।
  • ধরেশ: আদরের সন্তানের জন্য বেছে নেওয়া যেতে পারে এই নাম।
  • জিষ্ণু: এই নামটি যেমন সুন্দর তেমন অর্থও রয়েছে। এই নামের অর্থ হল, ‘যাকে কেউ পরাজিত করতে পারে না’।
  • কুদুম: শ্রীবিষ্ণুর পদ্মের অপর নাম কুদুম। আদরের সন্তানের জন্য বেছে নেওয়া যেতে পারে এই নামটিও।