×
NewsSports

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঋষভ পন্ত, ক্রিকেটারের সুস্থতা প্রার্থনায় গোটা দেশ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant)। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন। দিল্লি থেকে বাড়ি ফেরার মাঝে এই দুর্ঘটনার কবলে পড়েন ক্রিকেটার। রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের কাছেই ঘটে দুর্ঘটনা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মাথায় ও পিঠে গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঋষভ পন্ত, ক্রিকেটারের সুস্থতা প্রার্থনায় গোটা দেশ -

তবে, খুব শীঘ্রই তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেখানেই নাকি ঋষভ পন্তর প্লাস্টিক সার্জারি করা হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋষভের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। মাথায় ব্যান্ডেজ ও পিঠে ঘর্ষণ জনিত আঘাতও দেখা যাচ্ছে। অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আজ বেঁচে গিয়েছেন ক্রিকেটার।

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ঋষভ পন্ত, ক্রিকেটারের সুস্থতা প্রার্থনায় গোটা দেশ -

এই বিষয়ে এসপি দেহাত স্বপন কিশোর জানিয়েছেন যে, ‛হরিস্বর জেলায় মাংলাউর ও নারসানের মাঝামাঝি জায়গায় ক্রিকেটারের গাড়ি দুর্ঘটনার কবলে পরে। প্রথমে তাকে রুরকিক সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর তাকে দেরদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়’। এছাড়াও এক সিনিয়র পুলিশ অফিসার এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‛গাড়িতে ঋষভ একাই ছিলেন। ডিভাইডারে ধাক্কা লাগার পর গাড়িতে আগুন লেগে যায়। এরপর উইন্ডস্কিন থেকে বাইরে বেরিয়ে আসেন ক্রিকেটার’।

দুর্ঘটনাটি কেন ঘটলো সেই বিষয়ে ঋষভ পন্ত নিজেই জানিয়েছেন যে, গাড়িতে তিনি একাই ছিলেন। যথারীতি তিনি নিজেই ড্রাইভ করছিলেন। কিন্তু ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বর্তমানে তার সুস্থতার অপেক্ষায় অনুরাগীরা।