×
FinanceNews

আপনার কাছে 100 টাকার এই নোট থাকলে হতে পারেন মালামাল, পেতে পারেন 6 লাখ টাকা! জেনে নিন বিস্তারিত

আপনার কি পুরোনো দিনের নোট ও কয়েন জমিয়ে রাখার নেশা আছে? তাহলে আর চিন্তা নেই। ঘরে বসেই আপনি হয়ে যেতে পারেন কয়েক লাখ টাকার মালিক। আপনার কাছে কি এই ১০০ টাকার নোট আছে? আর সেই নোটের নম্বর ৭৮৬ তাহলে সেই ১০০ টাকার নোটটি আপনি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ ৬ লক্ষ টাকায়। শুনে চমকে গেলেন নিশ্চয়ই। আজ আপনাদের জানাবো বাড়ি বসে বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে কিভাবে আপনি পুরোনো সেই নোট ও কয়েন বিক্রি করতে পারবেন।

১) Ebay:

আপনার কাছে 100 টাকার এই নোট থাকলে হতে পারেন মালামাল, পেতে পারেন 6 লাখ টাকা! জেনে নিন বিস্তারিত -

প্রথমে আপনি www.ebay.com ওপেন করে নিন। হোম পেজ ওপেন হলে আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারেন। আপনি একজন ‘বিক্রেতা’ হিসাবে নিজের নাম নতিভুক্ত করবেন। আপনার মেমোর পরিষ্কার ও সুন্দর ফটো তুলে সাইটে আপলোড করে দিন। সাথে সাথেই বিভিন্ন মানুষ আপনার এই বিজ্ঞাপন দেখবেন যারা পুরোনো টাকা কিনতে চান। তারপরে তারা আপনার সাথে যোগাযোগ করবে ও দাম সম্পর্কে আলোচনা হবে ও নোট বিক্রি করে দেবেন।

২) Quikr:

আপনার কাছে 100 টাকার এই নোট থাকলে হতে পারেন মালামাল, পেতে পারেন 6 লাখ টাকা! জেনে নিন বিস্তারিত -

www.quikr.com গিয়ে আপনার নাম নতিভুক্ত করুন একজন বিক্রেতা হিসাবে। তারপরে আপনি যা বিক্রয় করতে চান তার ফটো আপলোড করে দেবেন। সাইট ব্যবহারকারী ও পুরোনো নোট কিনতে চান এমন ব্যক্তি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। তারপরে আপনারা মূল্য নিয়ে আলোচনা করুন ও বিক্রয় করে দিন।

৩) Coin Bazar:

এখানেও সম্পূর্ণ একই পদ্ধতিতে আপনাকে নাম লেখাতে হবে। যা বিক্রয় করতে চান তার সুন্দর ফটো আপলোড করতে হবে। ক্রেতারা আপনাকে সরাসরি যোগাযোগ করবে। তারপরে দাম ঠিক করে নিন ও বিক্রয় করুন।

তবে মনে রাখবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নিজের উপরে ভিত্তি করেই আপনি আপনার জিনিস বিক্রয় করবেন। বাড়ি বসে পুরোনো নোট বা কয়েন গুলি বিক্রি করার এমন ভালো সুযোগ এর থেকে আর পাবেন না। তাই আজই আপনার কাছে থাকা টাকা গুলি এখানে বিক্রয় করে লাখ টাকার মালিক হয়ে উঠুন সহজেই।

উল্লেখ্য কভারে ব্যবহৃত ছবিটি প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে।