Advertisement
FinanceNews

বাড়িতে পুরনো ২ টাকার নোট থাকলেই বাজিমাত! পেতে পারেন লক্ষ লক্ষ টাকা, জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

বাড়ি বসেই কি আপনি লাখ লাখ টাকা রোজগার করতে চান? কোনো ব্যবসা বা শরীরের কসরত করে চাকরি করতে হবে না। বরং আপনার কাছে থাকা একটি মাত্র ২ বা ৫ টাকার নোট কিংবা কয়েন বিক্রি করে হয়ে উঠতে পারেন একদিনেই কয়েক লক্ষ টাকার মালিক। বাড়ি বসে শুধুমাত্র আপনাকে একটি বিশেষ নোট বিক্রি করতে হবে। অবশ্যই সেই নোটের কিছু বিশেষত্ব থাকবে তাইলেই আপনি সেই নোট বিক্রি করতে পারবেন।

বাড়িতে পুরনো ২ টাকার নোট থাকলেই বাজিমাত! পেতে পারেন লক্ষ লক্ষ টাকা, জানুন বিস্তারিত

Advertisements

আজ থেকে প্রায় ৫০, ৬০ বা ১০০ বছরের পুরনো কয়েন বা নোট যেগুলো মুঘল, ব্রিটিশ বা স্বাধীনতার আগে ব্যবহার করা হতো আপনাকে সেই ধরণের কিছু নোট নিজের কাছে রাখতে হবে। বাঘের ছবি থাকা নোট, মহাকাশ যানের ছবি থাকা নোট, ব্রিটিশ ইন্ডিয়ার সময় কালের দুই টাকার নোট, ১ টাকা ও ৫ টাকার বড় কয়েন, দেশ স্বাধীন হওয়ার পর জারি করা কয়েন এগুলি থাকলে আপনি অনায়েসেই লক্ষ লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু কিভাবে বিক্রি করবেন এই নোট? আর কোথায় বা বেচা-কেনা হয়?

Advertisements

আপনি অনলাইনে বাড়িতে বসেই Indiamart.com, Coinbazar, OLX, Quikr -এর মতো কিছু অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে সেই নোট গুলি বিক্রি করতে পারবেন। নিচে দেওয়া বিশেষ পদক্ষেপগুলি অনুসরণ করুন –

১) নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেকে প্রথমে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন।

২) নিজের যাবতীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।

৩) যে বা যতগুলি নোট বিক্রি করতে চান তাঁদের একটা ভালো ও স্বচ্ছ ফটো তুলে ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে।

৪) যিনি ক্রেতা আছেন বা যারা এই ধরনের নোট কিনতে চান তাঁরা আপনার এই ফটো দেখবেন ও তারপরে মেসেজ করে কথা বার্তা এগোবে।

৫) দাম নির্ধারণ হবে ও সব কিছু ঠিকঠাক হলে আপনি আপনার নোট সেই ব্যক্তির কাছে বিক্রি করে দেবেন।

বাড়িতে পুরনো ২ টাকার নোট থাকলেই বাজিমাত! পেতে পারেন লক্ষ লক্ষ টাকা, জানুন বিস্তারিত

আপনার কাছে যদি এই নোট থেকে থাকে আর ভুলেও খরচ করবেন না। তবে বিক্রি করার আগে কেউ যদি টাকা দাবি করে তাহলে সেই ওয়েবসাইট বা অ্যাপের ওপর ভরসা করবেন না। তবে অনলাইনে কেনা-বেঁচা সম্পূর্ণ নিজের দায়িত্বে। এর মধ্যে Humppy. com কোনোভাবেই জড়িত নয়।