×
FinanceNews

আপনার কাছে পুরনো ১০ পয়সার কয়েন আছে? থাকলে বিক্রি করে পেতে পারেন লাখ লাখ টাকা! জানুন বিস্তারিত

১০ পয়সার কয়েন বিক্রি করে মুহূর্তেই হোন লাখপতি। কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’ (Old is Gold)। কোনো কোনো ক্ষেত্রে তা সত্যি বৈকি। ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা ও পয়সা ব্যবহার করা হত। সময়ের সঙ্গে সেগুলি বাতিল হয়েছে। এমনকি বদল ঘটেছে পয়সা ও টাকার আকৃতির। তবে, আপনার কাছে যদি কোনোক্রমে পুরোনো ১০ পয়সার কয়েন থেকে থাকে তাহলে কিন্তু আপনার লাখপতি হওয়া কেউ আটকাতে পারবে না। আর এটি একদম সত্যি।

১৯৫৭ সাল থেকে ১৯৬৩ সালের মধ্যে জারি করা ১০ পয়সার কয়েনই মুহূর্তে বদলে দিতে পারে আপনার ভাগ্য। অন্তরাষ্ট্রীয় বাজারে এই ১০ পয়সার দাম ধীরে ধীরে বাড়তে চলেছে। এই যা বিক্রি করে আপনি ১২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। তবে এই কয়েনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যা অন্যান্য কয়েনের চেয়ে খানিকটা আলাদাই বটে। এই কয়েনের ব্যাস ২৩ মিলিমিটার।

এমনকি এই ১০ পয়সার কয়েনে তামা ও নিকেল দুই রকমের ধাতু রয়েছে। যারফলে এর ওজন দাঁড়িয়েছে ৫ গ্রাম। এছাড়া কয়েনের একদিকে অশোকস্তম্ভ ও অন্যদিকে দেবনগরী হরফে ১০ পয়সা লেখা। আপনি ওয়েবসাইটের মাধ্যমে এই কয়েন বিক্রি করতে পারেন। আর এই ওয়েবসাইটের মধ্যে জনপ্রিয় হল ইবে ওয়েবসাইট। সেখানেই আপনি পেয়ে যাবেন এমন ব্যক্তিকে যিনি আপনার নোটটি কিনতে চান।

সাইটে (Site) গিয়ে আপনাকে আপনার নথি রেজিস্টার করে নোটের ছবি তুলে আপলোড করতে হবে। এমনকি সমস্ত ডকুমেন্টও দিতে হবে। আর তারপর যিনি নোটটি নিতে চান তিনি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে দেরি না করে আজই লাখপতি হওয়ার এই সুযোগ হাতে তুলে নিন।