বিল গেটস, ইলন মাস্ক থেকে মুকেশ আম্বানি, কোটি টাকার প্রাসাদ ছেড়ে বস্তিতে ধনকুবেরের দল! কেসটা কী?

পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা অনাহারে দিন কাটান। পেটের ক্ষিদে তাদের প্রাণ অবধি কেড়ে নেয়। পাশাপাশি এমনও কিছু মানুষ আছেন যারা এতটাই ধনী যে তাদের চোদ্দ পুরুষ বসে খেলেও শেষ হবেনা তাদের ভান্ডার। এককথায় তারা হলেন ধনকুবের। আর সেই ধনকুবেরদের তালিকায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), বিল গেটস (Bill Gates), মুকেশ আম্বানি (Mukesh Ambani), মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), ওয়ারেন বাফে (Warren Buffett), জেফ বেজোস (Jeff Bezos), ইলন মাস্ক (Elon Musk) প্রমুখ নাম রয়েছে। আর এদেরকে চেনেননা এমন মানুষ খুবই কম আছেন।
এরা তাদের ধন, দৌলত ও কর্মের নিরিখেই জায়গা করে নিয়েছেন মানুষের মনে। এদের বিলাস বৈভব-এর কথা তো শুনলেনই। হঠাৎ ধরুন যদি এরা বস্তিতে এসে পড়েন তাহলে কেমন দেখতে লাগবে জানেন কি? সম্প্রতি তেমনই কিছু ছবি ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। একেবারে প্রাসাদ থেকে তারা নেমে এসেছেন বস্তি এলাকায়। পরনের কাপড় শতছিন্ন। ধনকুবেরদের এমন দশা দেখলে অবাক হবেন আপনিও।
কিন্তু হঠাৎ রাজপ্রাসাদ থেকে তারা একেবারে বস্তিতে কিভাবে নেমে এলেন তাই ভাবছেন নিশ্চই? আসলে এসব কিছুই আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence) অথবা কৃত্রিম মেধার কারিকুরি। আর যা দেখে একেবারে অবাক বনে গিয়েছে নেটদুনিয়া। শিল্পী গোকুল পিল্লাই (Gokul Pillai) এই কান্ড ঘটিয়েছেন। একেবারে তুলির টানে বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরকে একেবারে হতদরিদ্র বানিয়ে ছেড়েছেন নিমেষেই। নিজের কল্পনায় তিনি যে রূপ দিয়েছেন তাদের, তা দেখে রীতিমতো হইচই পরে গিয়েছে চারিদিকে।
View this post on Instagram
শিল্পী গোকুল তার এই শিল্পকর্ম ফুটিয়ে তুলে অস্কারজয়ী ছবির উল্লেখ করে তিনি লিখেছেন যে, ‛স্লামডগ মিলিয়নেয়ার্স। তালিকা থেকে কেউ বাদ পড়লেন কি?’। তবে, ধনকুবেরদের বস্তির রূপ দিলেও টেসলা কর্তা মাস্ক ব্যতিক্রমী রয়ে গিয়েছেন বলেই অনেকের মত। গরিব হিসেবে তাকে তুলে ধরলেও তার শরীর থেকে জৌলুস কেড়ে নেওয়া যায়নি বলেই অনেকে মন্তব্য করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ছবি।