জাল ফেলতেই জল থেকে উঠে এলো রাক্ষুসে চিতল মাছ! বিপুল দামে হল বিক্রি

চিতল মাছের মুইঠ্যা ও গরম ভাত! আহা শুনেই যেন জিভে জল চলে আসলো। মাছে ভাতে বাঙালি কি আর শুধু শুধু বলা হয় বলুন তো। বাজারে গেলে আগেই তো যাওয়া হয় মাছের দোকানে। তা যদি আবার হয় রবিবার তাহলে তো আর কথাই নেই। কিন্তু হঠাৎ চিতল মাছ নিয়ে আজ এতো গুণগান করছি কেন। তার কারণ খুব সহজ এক কেজি দু কেজি নয় এবার ওজনে প্রায় ১৩ কেজি (১২ কেজি ৭৫০ গ্রাম) ও লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট একটি চিতল মাছের দেখা মিললো।
শনিবার বিকেলে, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বালিডাংরি এলাকার সুবর্ণরেখা নদী থেকে এমনই এক মানুষ সমান চিতল মাছটি ধরেন জেলেরা। খবর ছড়াতেই গ্রামের প্রচুর মানুষ সেই মাছ দেখতে ভিড় জমান। সুবর্ণরেখা নদীতে এতো বড়ো চিতল মাছ কিভাবে আসলো তা অনেকেই বুঝতে পারছেন না। ৩-৫ কেজি ওজনের বিভিন্ন মাছই সেখানে মূলত পাওয়া যায়। কিন্তু হঠাৎ এই এতো বড়ো দৈত্য মাছ কিভাবে সেখানে আসলো তা ভাবতে পারছেন না অনেকেই।
আরও এই ধরনের মাছ নদীতে থাকতে পারে বলে মনে করছেন মৎসজীবীদের একাংশ। কিন্তু কত টাকায় বিক্রি হলো এই দৈত্য সমান চিতল মাছ? শনিবার সন্ধ্যা নাগাদ সুস্বাদু এই মাছটি স্থানীয় একটি বাজারে প্রায় দশ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান এলাকাবাসী। হ্যাঁ শুনে নিশ্চয়ই চমকে গেলেন। অর্থাৎ এই মাছটি কেজি প্রতি বিক্রি হয়েছে ১২৭৫ টাকায়।
এর আগেও অন্য এমন মাছ দেখা গেলেও এই ধরণের মাছ দেখা যায়নি। যদিও কিছু দিন আগে হাওড়ার শ্যামপুরে এক মৎস্যজীবীর জালে ওঠে বিশালাকৃতির ব্ল্যাক কার্প মাছ। কার্যত দানব এই মাছ ঘিরে শুরু হয় তরজা। বাজারে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল মাছটি। তবে আপনিও এবার থেকে নিশ্চয়ই বাজারে গিয়ে এমনই চিতল মাছের খোঁজ করবেন। পেলে অবশ্যই এই প্রতিবেদনের নিচে কমেন্ট করে জানাবেন।