HS 2023 : বড় ঘোষণা পর্ষদের, সামনে এলো উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের তারিখ! ক্লিক করে জানুন বিস্তারিত

HS 2023 : করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পরে আগের বছর অফলাইন পরীক্ষা হয়েছিল। তবে ২০২৩ সালে যেন আগের মতোই আবারো অফলাইন পরীক্ষা নিয়ে মেতেছিলেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা। চলতি বছরের ১৪ই মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক (HS 2023)। সেই পরীক্ষা শেষ হয় মার্চ মাসেরই ২৭ তারিখ। পরীক্ষা শেষের পরেই প্রতিবছর ফল প্রকাশ নিয়ে থাকে একটা আলাদা উত্তেজনা।
সেই হিসাবেই কবে ফল প্রকাশ করা হবে জানতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা। WBCHSE সংসদ থেকে গত বছর কিন্তু জুন মাসে ফলাফল ঘোষণা করা হয়েছিল। এবারও ঠিক সেই নিয়মেই সংসদ হাঁটতে চলেছে। সংসদ সভাপতি চিরঞ্জীবি ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১০ই জুনের মধ্যেই এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল বের করে দেওয়া হবে। কারণ চলতি বছরের প্রশ্নপত্রের ধাঁচ তুলনামূলক সহজবোধ্য হওয়ার খাতা চেক করতে খুব একটা সময় লাগছে না পরীক্ষকদের।
প্রতিবারই ফল বেরোনোর পরে বিভিন্নরকম তর্ক বিতর্ক শুরু হয়। এমনকি এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রাজনীতির বিভিন্ন খেলায় দেখা যাই ব্যবহার করতে। কিন্তু এবার কার্যত সেসব থেকে একদমই বিরত থাকতে চাইছে পর্ষদ। তবে এখনও পর্যন্ত রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা করেনি পর্ষদ।
এবার দেখে নিন বাড়ি বসে কিভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS 2023) ফল দেখবেন –
- প্রথমে WBCHSE-র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে রেজাল্ট প্রকাশের দিন নির্দিষ্ট জায়গায় ‘Enter Your Registration No.’ অপশান আসবে।
- সেখানেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলে স্ক্রিনে রেজাল্ট ভেসে উঠবে।