News

বাংলায় চালু হতে চলেছে ২ টি বন্দে ভারত মেট্রো! ছাড়বে হাওড়া থেকে, জানুন সময়সূচি

ভারত সরকার দেশের মাটিতে বুলেট ট্রেন চালাতে না পারলেও সেমি বুলেট ট্রেন চালিয়ে দেখিয়েছে। ১৬টি বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে সারা ভারত জুড়ে ছুটে চলেছে। তার মধ্যে রয়েছে আমাদের রাজ্যে দুটি বন্দে ভারত। কিন্তু এখানেই শেষ নয় এবার লোকাল ট্রেনের পরেই বন্দে ভারত মেট্রো নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। রাজ্যে চালু হচ্ছে দুটি বন্দে ভারত মেট্রো ট্রেন। লোকাল ট্রেনের লাইনে এই অত্যাধুনিক ট্রেন ছুটবে বলে জানা যাচ্ছে। আজ সেই তথ্য নিয়েই কার্যত আপনাদের অবগত করার জন্যই হাজির হয়েছি।

First Train – হাওড়া – আজিমগঞ্জ মেট্রো বন্দে ভারত এক্সপ্রেস।

Number Of Coaches : এই ট্রেনে ৮টি বগি বা কামরা থাকবে।

No. of Days – শনিবার ছাড়া বাড়ি ৬ দিন এই ট্রেন হাওড়া থেকে আজিমগঞ্জ চলাচল করবে।

Halt Station – ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশন, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সোলার এবং খড়গ ঘাট স্টেশনে এই ট্রেন দাঁড়াবে বলে জানা যাচ্ছে।

Train Timing – মূলত এই ট্রেনটি আজিমগড় থেকে হাওড়া যাতায়াত করবে। সকাল ৭টা ৫ মিনিটে আজিমগঞ্জ স্টেশন থেকে রওনা দেবে ও ১১টা ২০ মিনিটে পৌঁছাবে হাওড়া। আবার ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে রওনা দেবে ট্রেনটি। যা রাত ১০টা ৫৫ মিনিটে আজিমগঞ্জে পৌঁছবে। এর মাঝেই ব্যান্ডেল ও কাটোয়া জংশনে দু মিনিট করে দাঁড়াবে।

Other Vande Bharat Metro – অন্য আরকেটি বন্দে ভারত মেট্রো হাওড়া-ভাগলপুর রুটে চালানোর প্রস্তাব পাওয়া গেছে। সাহেবগঞ্জ, বড় হাড়োয়া, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খরগঘাট এবং ব্যান্ডেল স্টেশনে হল্ট দেবে। বুধবার ছাড়া বাকি ৬ দিন এই ট্রেন চলবে।

আপনারা সকলেই জানেন সাধারণ দূরপাল্লার ট্রেনের থেকে বন্দে ভারতের যে কোনো ট্রেনের ভাড়া অনেকটাই বেশি। সেই হিসাবে এই ট্রেনের ভাড়াও যে বেশি হবে তা নিশ্চিত। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কতটা যাতায়াত করতে পারবেন এখন সেটাই দেখার।