×
News

মধ্যবিত্তের জন্য বড় সুখবর, একধাক্কায় অনেক টাকা কমলো সোনার দাম, জানুন বাজারদর

করোনা পরিস্থিতির মধ্য দিয়েই এবছর দুর্গাপুজো কাটাতে হল বাঙালিদের। অন্য বছরের মতো না হলেও নিজেদের মতো করে আনন্দ করেছে সকলে। আর বেশি দিন বাকি নেই, কিছুদিন পরেই ধনতেরাস। সামনেই ধনতেরাস তাই বাড়ির মঙ্গলের জন্য সকলেই চাইবে সোনা বা রুপোর জিনিস কিনতে।

এবছরের প্রথম থেকেই সোনার দাম কখনও বাড়ছে আবার কখনও কমছে। আর কিছুদিন পরেই কালীপুজো, দীপাবলি। পুজোর কদিন আগে থেকে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমছে সোনার দাম।

ADVERTISEMENT

Pfizer এর এই ঘোষণার পরই হু হু করে কমছে সোনার দাম। সূত্রের খবর, প্রতি দশ গ্রামে সোনার দাম ১০০০ টাকা কমেছে। সোনার পাশাপাশি হুড়মুড় করে কমছে রুপোর দাম। প্রতি কেজিতে ২ হাজার টাকা দাম কমেছে রুপোর।

জানা গেছে, Mcx সূচকে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৬৫ টাকা। অন্যদিকে প্রতি কেজিতে রুপোর দাম ৩.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৩০ টাকা।

ADVERTISEMENT

Related Articles