×
News

সোনা কেনার সুবর্ণ সুযোগ, ঝড়ের গতিতে কমছে সোনার দাম, জানুন বাজারমূল্য

অনেক বাধা বিপত্তি কাটিয়ে বাঙালির দোরগোড়ায় এসে পৌঁছেছে ধনতেরাস। আর এই ধনতেরাসেই মধ্যবিত্তদের জন্য এল খুশির খবর। ধনতেরাসের আগেই কমে গেল সোনার দাম। একই অবস্থা রুপোর দামের ক্ষেত্রেও।

সূত্রের খবর,সোনাতে প্রতি ১০ গ্রামে ১ হাজার টাকা কমেছে। এছাড়া, প্রতি কেজি রুপোর দামে ক্রেতারা আগের থেকে ২ হাজার টাকা কমে পাবেন।

ADVERTISEMENT

প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১,১৬৫ টাকা।যা অন্য দিনের তুলনায় ২% কমে গিয়েছে। এছাড়া প্রতি কেজি রুপোর দাম ৩.৫ % কমে দাঁড়িয়েছে ৬৩,১৩০টাকা।

অন্যদিকে pfizer হতে ঘোষণা করা হয়েছে করোনা ভ্যাকসিন প্রায় ৯০% প্রস্তুত। করোনা ভ্যাকসিনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। pfizer এই ঘোষণা করার পর থেকেই চড়চড় করে পরতে দেখা গেল সোনা ও রুপোর দাম।

কিছুদিন আগেও অনেকটাই চড়া ছিল সোনার দাম। প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছিল শেয়ার বাজার। পাশাপাশি দাম বাড়ছিল সোনারও। কিন্তু pfizer করোনা ভ্যাকসিনের কাজ শেষের পথে ঘোষণা করার পরই কমে সোনার দাম।

ADVERTISEMENT

Related Articles