×
News

সোনা কেনার সুবর্ণ সুযোগ, ঝড়ের গতিতে কমছে সোনার দাম

করোনা সংকটের মুখে দাঁড়িয়ে নিরাপদ লগ্নির জন্য ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে সোনার চাহিদা বাড়ছিল। তবে, করোনা ভ্যাকসিন আবিষ্কারের খবরে সেই প্রবণতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তবে, সোনা রুপোর দামে তো ওঠানামা লেগেই থাকে। গত শুক্রবার সোনার দাম ০.৮৫ শতাংশ পতনের ফলে সোনার দাম দাঁড়িয়েছিল ৪৮,১০৬ টাকা। আজ ভারতে সাধারণ ছুটির কারণে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা অবধি বেচাকেনা বন্ধ থাকবে।

আজ স্পট গোল্ডের দাম এক ধাক্কায় ১.২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১,৭৬৬.২৬ মার্কিন ডলার। শুধুমাত্র এই মাসে প্রায় ৬ শতাংশ নীচে নেমে এসেছে সোনালি ধাতুর দাম। যা ২০১৬ সালের নভেম্বর মাসের পরে সবথেকে বেশি মাসিক পতন।

ADVERTISEMENT

প্রায় কয়েক সপ্তাহ ধরে সোনার নামে ওঠা পড়া লেগেই রয়েছে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। তবে, সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।

সোনার দামের পাশাপশি কমেছে রুপোর দামও। এছাড়া, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতুর দাম আজ নিম্নমুখী। রুপোর স্পট মূল্য ৩.২ শতাংশ পিছল খেয়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ২১.৯৬ মার্কিন ডলার।

পাশাপাশি প্লাটিনামের দামও ০.৯ শতাংশ হ্রাস পেয়েছে। আর ০.৪ শতাংশ কমেছে প্যালাডিয়ামের দাম। যার ফলে এই দুই ধাতুর প্রতি আউন্সের দর হয়েছে যথাক্রমে ৯৫৪.৬৪ মার্কিন ডলার এবং ২,৪১৬.২২ মার্কিন ডলার।

করোনাভাইরাস টিকা নিয়ে যে আশা তৈরি হয়েছে, তার ফলে বিশ্ব বাজারে পড়েছে হলুদ ধাতুর দর। যা চার মাসে সর্বনিম্ন।

ADVERTISEMENT

Related Articles