সোনা কেনার সুবর্ণ সুযোগ, দীপাবলির আগে বিরাট দাম কমছে সোনার, জানুন বাজারদর
করোনা পরিস্থিতির মধ্য দিয়েই এবছর দুর্গাপুজো কাটাতে হল বাঙালিদের। অন্য বছরের মতো না হলেও নিজেদের মতো করে আনন্দ করেছে সকলে। আর বেশি দিন বাকি নেই, কিছুদিন পরেই ধনতেরাস। সামনেই ধনতেরাস তাই বাড়ির মঙ্গলের জন্য সকলেই চাইবে সোনা বা রুপোর জিনিস কিনতে।
এবছরের প্রথম থেকেই সোনার দাম কখনও বাড়ছে আবার কখনও কমছে। আর কিছুদিন পরেই কালীপুজো, দীপাবলি। পুজোর কদিন আগে থেকে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমছে সোনার দাম।
এইমাসের প্রথম থেকেই রেকর্ড হারে দাম কমছে সোনার। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে হু হু করে কমে যাচ্ছে হলুদ ধাতুর নাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৯৪.৩৩ ডলার/ আউন্স। রুপোর দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.১১ ডলার/ আউন্স।
কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫২ হাজার ৩০ টাকা এবং ২২ ক্যারেটের গয়না সোনার দাম ৪৯ হাজার ৩৬০ টাকা। রুপোর দাম প্রতি কেজিতে ৬২ হাজার ৫০ টাকা।