বিয়ের মরশুমে হু হু করে কমছে সোনার দাম, কিনতে হলে এই সপ্তাহে কিনুন
করোনা সংকটের মুখে দাঁড়িয়ে নিরাপদ লগ্নির জন্য ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে সোনার চাহিদা বাড়ছিল। তবে, গত সপ্তাহে করোনা ভ্যাকসিন আবিষ্কারের খবরে সেই প্রবণতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তবে, সোনা রুপোর দামে তো ওঠানামা লেগেই থাকে।
আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। আজ ১০ গ্রাম সোনার দাম ৫০,২১১ টাকা। দেখা যাচ্ছে, সপ্তাহের হিসেবে সোনার দামে ১০ গ্রামে ৭০০ টাকা কমেছে। এছাড়াও রুপোর দামেও এমসিএক্স সূচকে ০.১৬ শতাংশ কমেছে। জানা যাচ্ছে এদিন রুপোর দাম ১ কেজিতে ৬২,০৬০ টাকা হয়েছে।
তবে, আজকের দিনে কলকাতায় সোনার দাম দঁড়িয়েছে ২২ ক্যারেটে ৫০, ০৬০ টাকা। এছাড়া, ২৪ ক্যারেটে দাম ৫২, ৪৬০ টাকা। তবে, কলকাতার তুলনায় দিল্লি, মুম্বাই ও চেন্নাইতে সোনার দাম খানিকটা কম। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫৩, ৬১০ টাকা।
এছাড়া, মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৯৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫৩, ৬১০ টাকা। পাশাপাশি চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭, ৫২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১, ৮৪০ টাকা।