
ফের কমলো সোনার দাম। উৎসবের মরসুম শেষ। কিন্তু ইতিমধ্যেই চলছে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম। কম হোক বেশি সোনা কিনতে সকলেই ভিড় জমান দোকানগুলিতে। আর তাই সোনার দাম কম হলে মন্দ হয়না। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের কমেছে সোনার দাম। তবে, সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। কিন্তু কোনটায় কতো কমলো বা বাড়লো তাই ভাবছেন নিশ্চই? চলুন তা জেনে নেওয়া যাক
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৭০০ টাকা। গতকাল এই সোনার দামই ছিল ৫০,৯৯০ টাকা। আর সেই অর্থে বলা যায় যে, গতকালের তুলনায় আজ সোনার দাম ১২৯০ টাকা সস্তা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪,২২০টাকা। যা গতকাল ছিল ৫৪,৫৩০ টাকা। আর সেই অর্থে কালকের তুলনায় আজ ৩১০ টাকা সস্তা সোনা।
তবে, দোকানের মুজুরির দামের কারনে সোনার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে বৈকি। এমনকি এর উপর করও প্রযোজ্য হবে। তবে, সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। শুক্রবারের বাজার দর অনুযায়ী ১ কেজি রুপোর দাম ৭২,২০০টাকা। যা গতকাল দাম ছিল ৭০,৫০০ টাকা। সেক্ষেত্রে বলা যায় কালকের তুলনায় আজকে ১৭০০ টাকা বেশি রুপোর দাম।
প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬,৫০০ টাকা কম সোনার দাম।