Advertisement
FinanceNews

Gold Price Today: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৫০০ টাকা

Advertisement
Advertisements

ইতিমধ্যেই আমরা প্রায় সপ্তাহের শেষের দিকে চলে এসেছি। বর্তমানে চলছে বিয়ের মরসুম। আর এই বিয়ের মরসুমে বেশ কিছুদিন যাবৎ সোনার দামে (Gold Price) বেশ ওঠাপড়া লেগেই আছে। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম। কম হোক বেশি সোনা কিনতে সকলেই ভিড় জমান দোকানগুলিতে। আর তাই সোনার দাম কম হলে মন্দ হয়না। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের কমেছে সোনার দাম।

Gold Price Today: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৫০০ টাকা

Advertisements

তবে, সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। কিন্তু কোনটায় কতো বাড়লো বা কমলো তাই ভাবছেন নিশ্চই? চলুন তা জেনে নেওয়া যাক। গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৭০০ টাকা। গতকাল এই সোনার দামই ছিল ৫০,২৫০ টাকা। আর সেই অর্থে বলা যায় যে, গতকালের তুলনায় আজ সোনার দাম ৫৫০ টাকা কম।

Advertisements

অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪,২২০ টাকা। যা গতকাল ছিল ৫৪,৮২০ টাকা। আর সেই অর্থে কালকের তুলনায় আজ ৬০০ টাকা সস্তা সোনা। তবে, দোকানের মুজুরির দামের কারনে সোনার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে বৈকি। এমনকি এর উপর করও প্রযোজ্য হবে।

Gold Price Today: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৫০০ টাকা

তবে, সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। সোমবারের বাজার দর অনুযায়ী ১ কেজি রুপোর দাম ৭৩,৭০০ টাকা। যা গতকাল দাম ছিল ৭০,১০০ টাকা। আর সেক্ষেত্রে বলা যায় কালকের তুলনায় আজকে ৩,৬০০ টাকা বেশি রুপোর দাম।

Gold Price Today: সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৫০০ টাকা

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা(রেকর্ড দর)। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬,৫০০ টাকা কম সোনার দাম।