×
FinanceNews

রেকর্ড দরের থেকে ৬,৪০০ টাকা সস্তা সোনা, জানুন আজকের বাজারদর

বিয়ের মরসুম পরতে না পরতেই বেশ ভালোই ওঠানামা করছে সোনার দাম। গতকালও সামান্য হলেও কমেছিল হলুদ ধাতুর দাম। তবে, আজ কি হল সেটাই জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? ডিসেম্বর মাস মানেই বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম লেগে থাকে প্রতিটি বাড়িতে। শুভ কাজে বলুন বা আশীর্বাদ পর্ব সারতে কম-বেশি সোনা তো সকলেরই লাগে।

রেকর্ড দরের থেকে ৬,৪০০ টাকা সস্তা সোনা, জানুন আজকের বাজারদর -

আর তাই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কিনতে ভিড় জমান দোকানগুলিতে। আর সেক্ষেত্রে সোনার দাম কম হলে মন্দ হয়না বৈকি। এরফলে যেমন মধ্যবিত্তের মুখে হাসি ফোটে তেমনই আবার সোনার কেনাকাটাও বেড়ে যায় খানিকটা। তবে, কর্মব্যস্ত সপ্তাহের দ্বিতীয় দিনে এসে অপরিবর্তিত রইলো সোনার দাম। তবে, সেটাই কত দাম তা জানাবো আজকের এই প্রতিবেদনে।

রেকর্ড দরের থেকে ৬,৪০০ টাকা সস্তা সোনা, জানুন আজকের বাজারদর -

গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯, ৮০০ টাকা। আর ১০০ গ্রামের দাম ৪,৯৮,০০০ টাকা। গতকালও এই ১০ গ্রামের দাম ছিল ৪৯, ৮০০ টাকা। আর সেই অর্থে বলা যায় যে, একেবারেই দামের কোনো হেরফের হয়নি আজ ও কালকের মধ্যে।

রেকর্ড দরের থেকে ৬,৪০০ টাকা সস্তা সোনা, জানুন আজকের বাজারদর -

অন্যদিকে আজকে সকাল ১১ টা অনুযায়ী ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৪,৩৩০ টাকা। আর গতকাল এই একই দামেই বিকোচ্ছিল সোনা। তবে, শুধু সোনার দামেই নয় অপরিবর্তিত রুপোর দামও। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১ কেজি রুপোর দাম ৬৯,০০০ টাকা। তবে, বিশ্ব বাজারে কিন্তু কমেছে সোনার দাম। গতকাল অর্থাৎ সোমবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৮৬.৯১ টাকা। আর আজ সেটা কমে দাঁড়িয়েছে ১,৭৮২.৮৫ টাকা।

রেকর্ড দরের থেকে ৬,৪০০ টাকা সস্তা সোনা, জানুন আজকের বাজারদর -

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা(রেকর্ড দর)। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬,৪০০ টাকা কম সোনার দাম।