
ইতিমধ্যেই আমরা বছরের শেষের দিকে চলে এসেছি। এমনকি সপ্তাহের শেষের দিকেও। বিয়ের মরসুম পরতে না পরতেই বেশ ভালোই ওঠানামা করছে সোনার দাম। গতকালও কিছুটা হলেও কমেছিল হলুদ ধাতুর দাম। তবে, আজ কি হল সেটাই জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? ডিসেম্বর মাস মানেই বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম লেগে থাকে প্রতিটি বাড়িতে। শুভ কাজে বলুন বা আশীর্বাদ পর্ব সারতে কম-বেশি সোনা তো সকলেরই লাগে।
আর তাই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কিনতে ভিড় জমান দোকানগুলিতে। আর সেক্ষেত্রে সোনার দাম কম হলে মন্দ হয়না বৈকি। এরফলে যেমন মধ্যবিত্তের মুখে হাসি ফোটে তেমনই আবার সোনার কেনাকাটাও বেড়ে যায় খানিকটা। তবে, সপ্তাহের শেষের দিকে এসে কমলো না বরং বাড়লো সোনার দাম। তবে, ঠিক কত বাড়লো তা জানাবো আজকের এই প্রতিবেদনে।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯, ৮৫০ টাকা। এই সোনারই গতকাল ১০ গ্রামের দাম ছিল ৪৯, ৭০০ টাকা। আর সেই অর্থে বলা যায় যে, কালকে থেকে আজকে সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৪,৩৮০টাকা। গতকাল এই সোনার দাম ছিল ৫৪,২২০ টাকা। সেক্ষেত্রে দাম বেড়েছে ১৬০ টাকা।
তবে, দোকানের মুজুরির দামের কারনে সোনার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে বৈকি। এমনকি এর উপর করও প্রযোজ্য হবে। তবে, সোনার দাম বাড়লেও কমেছে রুপোর দাম। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭১,১০০ টাকা। যা গতকাল দাম ছিল ৭৩,৭০০ টাকা। সেক্ষেত্রে কালকের তুলনায় আজ ৬০০ টাকা কম রুপোর দাম।
প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬,৩৫০ টাকা কম সোনার দাম।