Advertisement
FinanceNews

সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৩০০ টাকা

Advertisement
Advertisements

একদিকে যেমন ধীরে ধীরে শীতের পারদ চড়ছে তেমনই উল্টোদিকে বিয়ের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। বর্তমানে পুরোপুরি চলছে বিয়ের মরসুম। এদিক-ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই নতুন বর-কনে। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম। শুভ কাজে বলুন বা আশীর্বাদ পর্ব সারতে কম-বেশি সোনা তো সকলেরই লাগে। আর তাই সোনা কিনতে সকলেই ভিড় জমান দোকানগুলিতে।

সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৩০০ টাকা

Advertisements

আর তাই সোনার দাম কম হলে মন্দ হয়না। তাতে যেমন মধ্যবিত্তের মুখে হাসি ফোটে তেমনই সোনার কেনাকাটাও বেড়ে যায় খানিকটা। সপ্তাহের শেষে এসেও চরচরিয়ে বাড়ছে সোনার দাম। এই মুহূর্তে সোনার দাম কত জানেন? কলকাতায় সোনার দাম বাড়লো নাকি কমলো তা জানতে সকলেই বেশ আগ্রহী। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো সে বিষয়েই।

Advertisements

গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯, ৯০০ টাকা। এই সোনারই গতকাল ১০ গ্রামের দাম ছিল ৪৯,৭৫০ টাকা। আর সেই অর্থে বলা যায় যে, কালকের তুলনায় আজকে সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৪,৪০০ টাকা। যা গতকাল ছিল ৫৪,২৮০ টাকা

সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৩০০ টাকা

এক্ষেত্রেও কালকের তুলনায় আজকে ২৪ ক্যারেট সোনায় বেড়েছে ১২০ টাকা। তবে, দোকানের মুজুরির দামের কারনে সোনার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে বৈকি। এমনকি এর উপর করও প্রযোজ্য হবে। তবে, শুধু সোনার দামই নয়, বেড়েছে রুপোর দাম। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১ কেজি রুপোর দাম ৬৮,১০০ টাকা। অন্যদিকে কালকে এই রুপোর প্রতি কেজিরই দাম ছিল ৬৭,৬০০ টাকা।

সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ৬,৩০০ টাকা

আর সেই জায়গায় দাঁড়িয়ে কালকের তুলনায় আজকে রুপোর প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০ টাকা। ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬,৩০০ টাকা কম সোনার দাম।