×
FinanceNews

রেকর্ড দরের থেকে ৫,৯০০ টাকা সস্তা সোনার দাম, জানুন আজকের বাজারদর

ফের বাড়লো সোনার দাম। দিন কয়েক ধরে সোনার এই ওঠানামা যেন লেগেই রয়েছে। উৎসবের মরসুম শেষ। কিন্তু ইতিমধ্যেই চলছে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম। কম হোক বেশি সোনা কিনতে সকলেই ভিড় জমান দোকানগুলিতে। আর তাই সোনার দাম কম হলে মন্দ হয়না। তাতে খানিকটা হলেও হাসি ফোটে মধ্যবিত্তের মুখে। তবে, এবার কমলো না বরং বাড়লো সোনার দাম।

রেকর্ড দরের থেকে ৫,৯০০ টাকা সস্তা সোনার দাম, জানুন আজকের বাজারদর -

তবে, শুধু সোনা নয় বেড়েছে রুপোর দামও। কিন্তু কতো বাড়লো তাই ভাবছেন নিশ্চই? চলুন তা জেনে নেওয়া যাক। গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০,৩০০ টাকা। গতকাল এই সোনার দামই ছিল ৪৯,৮০০ টাকা। আর সেই অর্থে বলা যায় যে, গতকালের তুলনায় আজ সোনার দাম ৫০০ টাকা বেশি।

রেকর্ড দরের থেকে ৫,৯০০ টাকা সস্তা সোনার দাম, জানুন আজকের বাজারদর -

অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪,৮৮০টাকা। যা গতকাল ছিল ৫৪,৩৩০ টাকা। আর সেই অর্থে কালকের তুলনায় আজ ৫৫০ টাকা বেশি সোনার দাম। তবে, শুধু সোনার নয় বেড়েছে রুপোর দাম। তবে, দোকানের মুজুরির দামের কারনে সোনার দামের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে বৈকি। এমনকি এর উপর করও প্রযোজ্য হবে।

রেকর্ড দরের থেকে ৫,৯০০ টাকা সস্তা সোনার দাম, জানুন আজকের বাজারদর -

বুধবারের বাজার দর অনুযায়ী কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭১,০০০ টাকা। যা গতকাল দাম ছিল ৬৯,০০০ টাকা। আর সেই অর্থে কালকের তুলনায় আজকে রুপোর দাম ২,০০০ টাকা বেশি। প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা(রেকর্ড দর)। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে আজকে ৫,৯০০ টাকা কম সোনার দাম।