
রেকর্ড দামের চেয়ে আর ফারাক মাত্র ১৭০০ টাকা। সোনার বাড়বাড়ন্ত দেখে মাথায় হাত ক্রেতাদের। পুজোর মরসুম তো শেষ কিন্তু বিয়ের মরসুমের এ যেন সবে শুরু। আর তাই প্রতিটা বাড়িতেই গয়না কেনার হুজুক লাগে। তবে, দিন দিন যা সোনার দাম বাড়ছে তাতে এরপর সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা কতটা সম্ভব হবে তা বেশ ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পরপর দুদিন দাম বাড়ার পর ফের আজ অর্থাৎ রবিবারেও দাম বেড়েছে সোনার।
কিন্তু কত দাম বাড়লো সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চই? চলুন তবে আজকের এই প্রতিবেদনে সেটাই জেনে নেওয়া যাক। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৪৫০ টাকা। আর অন্যদিকে ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রাম সোনার দাম ৪০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৫০০ টাকা। এমনকি ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৪০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৩০০ টাকা।
তবে, শুধু সোনা নয় বেড়েছে রুপোর দামও। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় প্রতি কেজি রুপোর বাট ৭০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৯, ২০০ টাকা। আর অন্যদিকে প্রতি কেজি খুচরো রুপোর দাম ৭০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৯, ৩০০ টাকা।
প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) হয়েছিল ৫৬,২০০ টাকা(রেকর্ড দর)। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে মাত্র ১৭০০ টাকা কম হলুদ ধাতুর দাম। তাহলে বুঝতেই পারছেন নিশ্চই কিভাবে হুড়হুড়িয়ে বাড়ছে সোনার দাম। আর সোনার এই দাম বাড়া মধ্যবিত্তদের খানিকটা চাপে ফেলেছে বৈকি।