
Gold Price Today: সপ্তাহের তৃতীয় কর্ম দিবসে কলকাতায় সস্তা হল হলুদ ধাতু। আজকের বাজারদর অনুযায়ী ১০ গ্রাম পাকা সোনার দাম ২৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,১০০ টাকা। আর অন্যদিকে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনা ২০০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,২৫০ টাকা। তবে, শুধুমাত্র সোনার দামই কমেছে। রুপোর দাম (Silver price) একই আছে।
আজকে ভারতের বাজারে কমেছে সোনার দাম (Gold Price)। আর তাই MCX সূচকে ১০ গ্রাম সোনা ০.০৩ শতাংশ অর্থাৎ ১৬ টাকা কমে দাঁড়িয়েছে ৫০,১৫৭ টাকা। তবে, এক্ষত্রে রুপোর দাম (Silver Price) বেড়েছে। ১ কিলোগ্রাম রুপো ০.১ শতাংশ অর্থাৎ ৬১ টাকা কমে দাঁড়িয়েছে ৬১,২১৭ টাকা।
২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই হিসেবে বলা যায় রেকর্ড দামের চেয়ে ৬,০৪৩ টাকা সস্তা সোনার দাম। তাহলে আর দেরি কিসের আজই বাড়িতে আনুন হলুদ ধাতু।