
৪০ ডিগ্রি তাপমাত্রা ছারিয়েছে বহুদিন হয়েছে। ফ্যানের হাওয়া গায়ে লাগলে যেন গরম বৃদ্ধি পাচ্ছে আরও কয়েকগুন। কিন্তু এসি লাগানোর চিন্তা আসলেই তো হাজার পঞ্চাশেক টাকার ধাক্কা। একটা সময় এসি ছিল বিলাসিতা। বড়ো বড়ো অফিসে কিংবা ধনী মানুষদের বাড়িতে গেলেই দামি এই জিনিষটি দেখা যেত। তবে এই বছর এসি ছাড়া আর বাঁচা সম্ভব নয়।
আঁটসাঁট বাজেটের মধ্যে এসি আঁটবে কী করে? চিন্তা নিশ্চয়ই মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনাদের জন্যই মাত্র দশ হাজার টাকার ভিতরে পাঁচটি এমন এসি-র সন্ধান এনেছি যা অনায়েসেই আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন।
১) Havells Fresco Portable Air Conditioner:
মাত্র ৯,৮৯৯ টাকা খরচ করলেই পেয়ে যাবেন অটো ড্রেন প্রযুক্তি এবং অটো ফিল সিস্টেম সমেত অসাধারণ এই এসি। নিচে চাকা লাগানো আছে তাই ঘরের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। রিমোটের মাধ্যমে দূর থেকেই ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন।
২) Bajaj MD-2020 :
৮০ ফুট এলাকা সমেত ঠান্ডা করতে পারবে এই ৫৪ লিটার উইন্ডো এয়ার কন্ডিশনার। জল ধারণের ক্ষমতা অনেক থাকার ফলে অনেক্ষন পর্যন্ত চলতে পারে। এর দাম মাত্র ৬,৮৯০ টাকা।
৩) Symphony Duet i-S Personal Pedestal Cooling Fan & Air-conditioning :
এটি দুরকমভাবে ব্যবহার করা যায়, পার্সোনাল কুলিং ফ্যান এবং এয়ার কুলার হিসাবে। দেখতে বেশ ছোট ও সুন্দর। আলাদা আইস চেম্বার আছে যার মাধ্যমে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। দীর্ঘ সময় চালালে মাত্র ৪৫ ওয়াট বিদ্যুৎ খরচ হবে। এর দাম ৬,৩৯৯ টাকা।
৪) Kenstar Chill HC 40 Litres Personal Air Cooler:
ইভাপোরেটিভ কুলিং টেকনোলজির সাথে এই এয়ার কুলার তৈরী করা হয়েছে। ৪০ লিটার ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল এই কুলার নিমেষে আপনার ঘর জমিয়ে দেবে। বহু বছরের পুরোনো কেনস্টারের গুণগত মান নিয়ে সন্দেহ থাকার কথা নয়। ৫,৯৯০ টাকায় পেয়ে যাবেন এই কুলারটি।
৫) Symphony Diet 3D 20i Personal Tower Air Cooler 20 Litres:
এটিও সিম্পনি কোম্পানির তৈরী দুর্দান্ত পোর্টেবল ইনভার্টারে চলতে সক্ষম। বিদ্যুতের ব্যবহারও খুব কম করতে হয়। মাল্টিস্টেজ ফিল্টার থাকবে। সাথেই আই-পিওর প্রযুক্তির সাহায্যে মিলবে সুপার ক্রিস্প কুলিং। ২০ লিটার জল থাকবে যা ১৪০ বর্গফুটের ঘর ঠান্ডা করতে পারে। ৮,৯৯৯ টাকায় পেয়ে যাবেন এই কুলার।