বেসরকারি কর্মীদের EPF নিয়ে বড় খবর! এবার অনলাইনেই করা যাবে তথ্য সংশোধন, জেনে নিন বিস্তারিত

বেসরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল EPFO। এবার থেকে আর দাঁড়াতে হবে না লাইনে। যেতে হবে না অন্য কোথাও। খুব সহজেই ইপিএফ সদস্যরা নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ সহ তাদের অ্যাকাউন্টের নানান ত্রুটি আপডেট করতে পারবেন। অর্থাৎ এবার থেকে নিজের নাম, পিতার নাম বা অন্য কোনো তথ্যে যদি ভুল থাকে তাহলে তা নিজেরাই সংশোধন করে নিতে পারবেন কর্মচারীরা। সম্প্রতি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি জারি করেছে EPFO।
যে সমস্ত বেসরকারি কর্মচারীরা EPF এর সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য বড়সড় সুযোগ নিয়ে এলো এই সংস্থা। আসলে জালিয়াতি কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি যে সার্কুলার জারি করা হয়েছে তাতে জানা যাচ্ছে ইপিএফ এর সদস্যরা খুব সহজেই সংশোধন করতে পারবেন 11 টি বিবরণ। সেগুলি হল নাম, লিঙ্গ, জন্ম তারিখ, পিতার নাম, বৈবাহিক অবস্থা, যোগদানের তারিখ, ছাড়ার কারণ, চলে যাওয়ার তারিখ। আধার নম্বর অন্তর্ভুক্ত রয়েছে কিনা তাও দেখে নিতে পারবেন কর্মীরা।
এই সার্কুলার অনুযায়ী, EPF অ্যাকাউন্টধারিকে প্রোফাইলের বিশদ সংশোধন করতে সদস্য পরিষেবা পোর্টালে লগইন করতে হবে। এরপর যে তথ্যটি ভুল রয়েছে সেটি ঠিক করে নিয়ে আপডেট বা পরিবর্তন অপশনে ক্লিক করে দিতে হবে। এই নথিগুলি পরবর্তীতে রেফারেন্সের জন্য রেখে দেওয়া হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পিএফ সদস্যরা তাদের অ্যাকাউন্টে যাই পরিবর্তন করুন না কেন তাদের নিয়োগকর্তার দ্বারা তা যাচাই করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইপিএফ অ্যাকাউন্টধারীর দ্বারা করা অনুরোধটি নিয়োগ কর্তার লগইনেও দৃশ্যমান হবে। নিয়োগকর্তার রেজিস্ট্রার করা মেল আইডিতে এটি স্বয়ংক্রিয় ইমেইল পাঠানো হবে। পিএফ সদস্যরা কেবলমাত্র নিজের অ্যাকাউন্টে ডেটা সংশোধন করতে পারবেন।