
নোংরা-আবর্জনায় ভরা পুকুর! নেমে দেখা তো দূর, পারে দাঁড়িয়ে থাকলেও গা গিনগিন করবে। আর সেই পুকুরের মাঝেই কিনা দাঁড়িয়ে ফটোশ্যুট (Photo Shoot) সারছেন হবু বর-কনে! ছবি দেখে তাজ্জব নেটিজেনরা। আজকালকার যুগ মানেই উন্নত সবকিছু। বিয়ে হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় বিয়ের হাজারও একটা কান্ড। আর তারমধ্যে একটি হল প্রি-ওয়েডিং ফটোশ্যুট। আর সেই ফটোশ্যুটের নানান কায়দা আছে।
এখানকার সব কিছুতেই ফটোশ্যুট মাস্ট। বিয়ের জন্য তো প্রি-ওয়েডিং ফটোশ্যুট রয়েছেই। এছাড়াও ডিভোর্স বলুন বা প্রেগনেন্সি পিরিয়ডেরও হয়ে থাকে ফটোশ্যুট। তবে, সম্প্রতি ভাইরাল হওয়া এই নতুন ফটোশ্যুট দেখে অবাক হয়েছেন সকলেই। কিন্তু কি এমন ওই ফটোশ্যুট তাই ভাবছেন নিশ্চই? ভাইরাল ওই ফটোশ্যুটে দেখা যাচ্ছে যে, নোংরা-আবর্জনায় ভরা পুকুরে ফটোশ্যুট (Photo Shoot) সারছেন কপোত-কপোতি।
তবে, একটি জুটি নয়। পাঁচ জোড়া জুটি তারা সকলেই মেতেছেন এই ফটোশ্যুটে। আর তারা হাসিমুখে সেরেছেন এই শ্যুট। তবে, হঠাৎ করে এমন ফটোশ্যুট (Photo shoot) তারা কেন করেছেন তার কোনো কারণ পাওয়া যায়নি। তাহলে কি বিশেষ কোনো বার্তা তারা দিতে চেয়েছেন? যদিও সেটাও স্পষ্ট নয়। তবে, অনেকের মনেই ঘুরুপাক খাচ্ছে একটি প্রশ্ন। আর তা হল এই যুবক-যুবতীদের এমন ফটোশ্যুটের কারণ কি? কিন্তু সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ ভাইরাল (Viral) হয়েছে এই বিষয়টি।
আজকালকার দিনে মানুষজন যে কখন কি করে তা বোঝা দায়। তাদের ইচ্ছেমতো তারা যা কিছু কী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর তা যদি আলাদা কিছু হয় তাহলে সেটা ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না। সম্প্রতি তেমন এই ছবি গুলিও ভাইরাল (Viral) হয়েছে।