News

Conjunctivitis : চারিদিকে ছড়াচ্ছে কনজাংটিভাইটিস! কিভাবে রাখবেন নিজেকে সুরক্ষিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

Conjunctivitis : বর্ষা পড়তে না পড়তেই মাথাচারা দিয়ে উঠেছে নানান মৌসুমী রোগের প্রকোপ। বিগত কয়েক মাস ধরেই গোটা দেশ জুড়ে দাপট চালাচ্ছে কনজাংটিভাইটিস (Conjunctivitis)। খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। অনেকের কাছেই এই ভাইরাস পরিচিত চোখ ওঠা কিংবা লাল চোখ নামে। সাধারণত এই ভাইরাসের আক্রমণে লাল টকটকে হয়ে উঠছে চোখ। চোখের কোনে ঘন ঘন জন্মাচ্ছে আঠালো স্রাব। এই রোগের লক্ষণ গুলি কী কী? কিভাবেই বা মুক্তি পাওয়া যাবে এই রোগের হাত থেকে? জেনে নেওয়া যাক বিস্তারিত।

কনজাংটিভাইটিস রোগ আসলে কী?

এটি হলো এক ধরনের ভাইরাস গঠিত রোগ। বর্ষাকাল শুরু হতেই প্রত্যেক বছর মাথাচারা দিয়ে ওঠে কনজাংটিভাইটিস (Conjunctivitis)। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর সংক্রামিতের সংখ্যা অনেক বেশি। লাল চোখের সমস্যায় ভুগতে শুরু করেছেন গোটা দেশবাসী। নিত্যদিন লম্বা লাইন নজরে আসছে চক্ষু বিশেষজ্ঞদের চেম্বারে।

রোগের লক্ষণ : 

কনজাংটিভাইটিস (Conjunctivitis) ভাইরাসের কবলে পড়লে প্রথমেই লাল হয়ে যাবে চোখ। চোখের ভেতরে হবে চুলকানি। ঘন ঘন চোখ থেকে জল পড়তে পারে। চোখের কোণে জমাট বাঁধবে আঠালো স্রাব। সকালবেলা চোখ খুলতে কষ্ট হতে পারে। এমন অনেক রোগী আছেন যারা চোখের মনিতেও ব্যথা অনুভব করছেন।

কনজাংটিভাইটিস (Conjunctivitis) ভাইরাসের হাত থেকে রেহাই মিলবে কীভাবে?

  1. এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে বারবার সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে ধুতে হবে হাত।
  2. অপরিষ্কার হাত কখনোই চোখে দেওয়া চলবে না।
  3. নিয়মিত করতে হবে স্নান।
  4. চোখের জল কিংবা স্রাব মুছতে শুকনো টিস্যু বা রুমাল ব্যবহার করা যেতে পারে।
  5. ব্যবহার করা যাবে না মেকআপ। একান্তই যদি মেকআপ ব্যবহার করতে হয় তাহলে প্রয়োজনীয় ব্রাশ এবং মেকাপের অন্যান্য সরঞ্জামগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  6. নিয়ম করে বদলাতে হবে বিছানার চাদর।

চোখে এই সমস্যা দেখা দিলেই পরামর্শ নিতে হবে চক্ষু বিশেষজ্ঞদের।