×
FinanceNews

মাত্র ৯৫ টাকা করে জমিয়ে পেয়ে যান ১৪ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত প্রকল্প পোস্ট অফিসের

পোস্ট অফিস বরাবরই সাধারণ মানুষের খেয়াল রাখে। যে কারণেই তারা এক সে এক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হন সাধারণ মানুষের জন্য। বিনিয়োগের একাধিক অপশন থাকলেও মানুষ পোস্ট অফিস বা ব্যাংকেই টাকা রাখতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। যেহেতু সরকারি তত্ত্বাবধানের মধ্যে থাকে তাই ঝুঁকি থাকে না বললেই চলে। আবারো পোস্ট অফিস দুর্দান্ত একটা নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে সবার মাঝে।

মাত্র ৯৫ টাকা করে জমিয়ে পেয়ে যান ১৪ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত প্রকল্প পোস্ট অফিসের -

‘সুমঙ্গল গ্রামীণ পোস্টার লাইফ ইন্সুরেন্স স্কিম’ আপনাকে দেবে বিনিয়োগের উপরে দুর্দান্ত রিটার্ন যা ভাবতেও পারবেন না। এই স্কিমে আপনাকে মাত্র প্রতিদিন ৯৫ টাকা করে জমাতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা অনেক টাকাই ফালতু নষ্ট করে ফেলি। তার বদলে যদি এই টাকা প্রতিদিন জীবন মেনে জমাতে পারি আপনারা ১৪ লক্ষ টাকা পর্যন্ত নিজের জন্য একটা তহবিল তৈরী করতে পারবেন।

মাত্র ৯৫ টাকা করে জমিয়ে পেয়ে যান ১৪ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত প্রকল্প পোস্ট অফিসের -

তবে এই স্কিম শুধুমাত্র ১৯-৪৫ বছর বয়সীদের জন্য। তার সাথেই আপনাকে ভারতের নাগরিকত্ব নেওয়া থাকতে হবে। ৬০ বছর হয়ে গেলেই আপনি আপনার জমানো টাকা ফেরত পেতে শুরু করবেন। পাশাপাশি পাবেন বীমা কভারও। আপনারা সম্পূর্ণ প্রক্রিয়া না বুঝতে পারলে একটা উদাহরণ দিয়ে খুব সহজেই বোঝানো সম্ভব। আপনি যদি ২৫ বছর বয়সে এই স্কিমে টাকা জমান ৭ লক্ষ টাকার বিমা সমেত কুড়ি বছরের জন্য এই প্রকল্প গ্রহণ করতে পারবেন। আপনাকে সেক্ষেত্রে প্রতিদিন ৯৫ টাকা করে জমাতে হবে।

মাত্র ৯৫ টাকা করে জমিয়ে পেয়ে যান ১৪ লাখ টাকা! মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত প্রকল্প পোস্ট অফিসের -

আপনি যদি তিন মাসের জন্য একবারে কিস্তি দিতে চান তাহলে ৮৮৫০ টাকা জমা দিতে হবে। ছয় মাসের জন্য দিতে হবে আপনাকে ১৭,১০০ টাকা। এই পলিসির মেয়াদ ১৫ থেকে ২০ বছর। ম্যাচুরিটি সময় প্রায় ১৪ লক্ষ টাকা আপনি একবারে পেয়ে যাবেন। যদি ১৫ বছরের পলিসি গ্রহণ করেন তাহলে ৯ বছর এবং ১২ বছর পর বীমার অর্থের ২০% অর্থ ফেরত পাবেন। বাকি অর্থ পাবেন তবে বোনাস হিসাবে।