কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা! ২২৪০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের, রইল বিস্তারিত

বিভিন্ন রাজ্য সরকারের উপরে যেন কেন্দ্রীয় সরকার আরও এক অদৃশ্য বোঝা চাপিয়ে দিলো। এমনিতেই দফায় দফায় মহার্ঘ্য ভাতা আন্দোলন চলছে রাজ্যের প্রচুর জায়গায়। এই মুহূর্তে ৩৩% মহার্ঘ্য ভাতা বাকি আছে আমাদের রাজ্যে সরকারের। কলকাতা হাই কোর্ট সেই ভাতা মেটাতে বললেও সরকারের কোষাগার শূন্য। তবে মুখ্যমন্ত্রী ২০২৩ সালের ১লা মার্চ থেকে মাত্র ৩% মহার্ঘ্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার দিল মোদী সরকার। সম্পূর্ণ দেশে প্রায় ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগীদের ১লা জানুয়ারি থেকে ৪% মহার্ঘ্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। যা শুনে স্বাভাবতই খুশির হাওয়া সকল কর্মীদের মুখে। মূলত দেশের মূল্যবৃদ্ধির উপরেই প্রতিবছর সরকার মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়।
এতে সরকারের প্রতি বছরে ১২,৮১৫ কোটি টাকার আর্থিক বোঝা বৃদ্ধি পাচ্ছে। ধরুন কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক বেতন ১৮,০০০ টাকা। ৩৮ শতাংশ ধরলে ভাতার পরিমাণ দাঁড়ায় ৬,৮৪০ টাকা। তা বেড়ে ৪২ শতাংশ হলে ডিএ হবে ৭,৫৬০ টাকা। তবে এটা সাধারণ একটা উদাহরণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন এই অংকের থেকে অনেক বেশি। কোনও কর্মীর বেতন ৫৬ হাজার টাকা হলে মহার্ঘ ভাতা হয় ২১,২৮০ টাকা। সেটাই এবার এক লাফে ২৩,৫২০ টাকা হয়ে গেল। মাসে বেতন বৃদ্ধি হবে ২,২৪০ টাকা। যা বছরে হিসেব করলে ২৬,৮৮০ টাকা হয়।
অর্থাৎ এক লাফে প্রতিমাসে ২,২৮০ টাকা বেতন যুক্ত হবে কর্মীদের। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশে এই মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসে ৩১% থেকে ৩% বাড়ানো হয়েছিল যা হয়েছিল ৩৪%। তারপরে আবারো ৪% বেরোনোর ফলে হয়েছিল ৩৮% আর এবার আবারো ৪% বাড়ানোর ফলে সেই সংখ্যাই গিয়ে পৌছালো ৪২%। কার্যত এক বছরের মধ্যেই মোট ১১% মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।