কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৫,০০০! রইল বিস্তারিত

বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। ভারত সরকারের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে লিখিত পরীক্ষা ছাড়াই এই নির্দিষ্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। আপনি ভারতের নাগরিক হলেই এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। তাই নিচে এই পদের জন্য বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হলো।
১) পদের নাম – টেকনিকাল অফিসার (Technical Officer)
মোট শূন্য পদ – ২০০ টি। যার মধ্যে জেনারেল -৮০টি, এস. সি-৩৩, এস. টি – ১৫, ইডুবলিউএস -২০ টি পদ আছে।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বর নিয়ে CSE/ B. Tech/ Diploma/ Electronics Engineering/ Electrical – কোর্সগুলি পাশ হতে হবে তাহলে আবেদনের যোগ্য।
বয়স – ৩১/১২/২০২২ তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এসিএসটিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর এবং পিডব্লিউডিরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- এখানে কিন্তু আলাদা করে কোনো আবেদন করার দরকার নেই। যেহেতু আপনাদের বললাম সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি তাই সেই নির্দিষ্ট দিনে আপনার যাবতীয় বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট নিয়ে পৌঁছে যাবেন।
ইন্টারভিউ স্থান – “CED Building, Main Factory, Electronics Corporation Of India Limited, ECIL post, HYDERABAD-500062. এই স্থানে ১১ই জানুয়ারি ২০২৩ সালে সরাসরি উপস্থিত হয়ে যাবেন।
নির্বাচন পদ্ধতি – প্রার্থীদের পাওয়া প্রাপ্ত নম্বর, আগের কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
বেতন – এই কাজের ক্ষেত্রে প্রতিমাসে ২৫,০০০ টাকা থেকে ৩১,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।
তাই আর দেরি করবেন না অবিলম্বে নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছে যান।