News

Bank Holidays In June: আগামী মাসে ১২ দিন বন্ধ ব্যাংক, ক্লিক করে একনজরে দেখে নিন

Advertisement

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের জীবনে ব্যাঙ্কের (Bank) গুরুত্ব ঠিক কতখানি তা আশাকরি বলে বোঝানোর নয়। আর্থিক লেনদেন সংক্রান্তই বলুন বা লোন সংক্রান্ত সবকিছুর কারণেই প্রায়সময়ই মানুষকে ব্যাঙ্কের দ্বারস্থ হতে হয়। বলা চলে এই ব্যাঙ্ক আছে বলেই মানুষজন নিশ্চিন্তে তার টাকা ব্যাঙ্কে রাখতে পারেন। কিন্তু ধরুন যদি হঠাৎ করে আপনি ব্যাঙ্কে গিয়ে দেখেন যে ব্যাঙ্ক বন্ধ তাহলে আপনাকে খুব সমস্যায় পড়তে হবে বৈকি।

Bank Holidays In June: আগামী মাসে ১২ দিন বন্ধ ব্যাংক, ক্লিক করে একনজরে দেখে নিন

টাকা জোগারের ক্ষেত্রেই বলুন বা অন্য কোনো দরকারে অজান্তে ব্যাঙ্ক বন্ধ থাকলে তা বেশ চাপের কারণ হয়ে দাঁড়ায়। তার সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই জেনে রাখতে হবে প্রতিমাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যেই আমরা মে মাসের শেষের দিকে চলে এসেছি। সামনেই আসছে জুন মাস। আর এই জুন মাসে ব্যাঙ্ক গুলির রয়েছে ১২টি ছুটি। যারমধ্যে ৬টি রয়েছে সাপ্তাহিক ছুটি আর ৬টি রয়েছে উৎসবের ছুটি।

Bank Holidays In June: আগামী মাসে ১২ দিন বন্ধ ব্যাংক, ক্লিক করে একনজরে দেখে নিন

সেক্ষেত্রে জুন মাসের এই ১২টি দিন আপনি ব্যাঙ্কের শাখায় কোনো কাজ করতে পারবেন না।

চলুন এবার তবে জেনে নেওয়া যাক ব্যাঙ্কের ছুটির দিনগুলি:-

●৪ জুন,২০২৩ (রবিবার): দেশব্যাপী ছুটি

●১০ জুন,২০২৩ (দ্বিতীয় শনিবার): দেশব্যাপী ছুটি

●১১ জুন,২০২৩ (রবিবার): দেশব্যাপী ছুটি

●১৫ জুন,২০২৩ (বৃহস্পতিবার): রাজা সংক্রান্তি, মিজোরাম ও ওড়িশা রাজ্য

●১৮ জুন,২০২৩ (রবিবার): দেশব্যাপী ছুটি

●২০ জুন,২০২৩ (বৃহস্পতিবার): রথযাত্রা, ওড়িশা, মনিপুর রাজ্য

●২৪ জুন,২০২৩ (চতুর্থ শনিবার): দেশব্যাপী ছুটি

●২৫ জুন,২০২৩ (রবিবার): দেশব্যাপী ছুটি

●২৬ জুন,২০২৩ (সোমবার): খারচি পূজা, ত্রিপুরা রাজ্য শুধুমাত্র

●২৮ জুন,২০২৩ (বুধবার): ঈদ উল আজহা, মহারাষ্ট্র, জম্বু-কাশ্মীর, কেরালা রাজ্য

●২৯ জুন,২০২৩ (বৃহস্পতিবার): ঈদুল-আধা, সারাদেশে ছুটি

●৩০ জুন,২০২৩ (শুক্রবার): রীমা ঈদুল আজহা

Bank Holidays In June: আগামী মাসে ১২ দিন বন্ধ ব্যাংক, ক্লিক করে একনজরে দেখে নিন

তাহলে, জেনে গেলেন নিশ্চই আগামী মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে, এবার ছুটির দিন গুলো বাদে অন্যদিন গিয়ে নিজের কাজ মিটিয়ে আসবেন। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।