মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ! রেশন দোকান থেকে বিনামূল্যে নাও পেতে পারেন গম এবং চাল
উত্তরপ্রদেশের মানুষদের বিনামূল্যে গম এবং চাল আর নাওবা মিলতে পারে, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের মাথায়

রেশন ভোগীদের জন্য আবারো খারাপ সময় আসতে চলেছে। আগেই লাখ লাখ রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছিল। তবে আবার উত্তরপ্রদেশের মানুষদের বিনামূল্যে গম এবং চাল আর নাওবা মিলতে পারে বলে এমন খবর কিন্তু সামনে এসেছে। আর এই খবরেই উত্তাল এখন গোটা উত্তরপ্রদেশ। হিন্দুস্তান টাইমস গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে -‘রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় থাকা খাদ্যশস্যের জন্য কার্ডধারীদের রেশন গ্রহণের সময় টাকা দিতে হতে পারে।’
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের আসনে দ্বিতীয়বারের জন্য বসেছেন যোগী আদিত্যনাথ। ক্ষমতায় আসার পর বিনামূল্যে রেশন বণ্টনের মেয়াদ তিন বাড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে জুন মাসের রেশন পেয়ে গেছেন সকলে। এমন অবস্থায় কি করবে জনতা? যাদের রেশনের চাল ও গম দিয়েই প্রতিদিনের খাদ্য পক্রিয়া চলে তারা সমস্যায় পড়বেন তা স্পষ্ট। এখন সরকার কোনদিকে পদক্ষেপ নেয় সেটাই দেখার।
এমনিতেই ভুয়ো ও নকল রেশন কার্ড বাজেয়াপ্ত করে প্রায় কয়েক লক্ষাধিক বাতিল করেছে ভারত সরকার। তার পরেও সারাদেশে কাজ চালাচ্ছে সরকার ভুয়ো কার্ড খুঁজে বের করার। তবে উত্তরপ্রদেশের মানুষ কি করবে পরবর্তী সময়ে তা বোঝা এখনই সম্ভব নয়। যদি সত্যি রেশনে পাওয়া চাল ও গম কিনে খেতে হয় সাধারণ মানুষকে সে ক্ষেত্রে কতটা ভরসা থাকবে সরকারের উপরে সেই প্রশ্ন নিয়েও হাজির হয়েছেন কেউ কেউ।