Arijit Singh: শো করতে গিয়ে গুরুতর চোট পেলেন গায়ক! চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের

ঔরঙ্গাবাদের শোতে গিয়ে গুরুতর আহত হলেন অরিজিৎ সিং! কিন্তু তারপরেও ভক্তদের প্রতি শ্রদ্ধা রেখে চালিয়ে নিয়ে গেলেন অনুষ্ঠান। ফের একবার তার বড় মনের পরিচয় মিললো। বাংলা ও হিন্দি গানের জগতের এক উজ্জ্বলতর নক্ষত্র হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর একজন ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী।
তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‘আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। বর্তমানে দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারেই সাদামাটা ভাবে জীবন কাটান।
আর তাইতো কখনও স্কুটি নিয়ে আবার কখনও খালি পায়ে গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাঁকে। তার গানের ভক্তসংখ্যা অজস্র। রেকডিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় গানের শো করেন অরিজিৎ (Arijit Singh)। আর সবকিছুই ভক্তদের ভালোবাসার খাতিরে। আর তেমনই সম্প্রতি তিনি ঔরঙ্গাবাদে শো করতে গিয়েছিলেন। আর সেখানেই শো চলাকালীন গায়ককে পরতে হল বিপাকে। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যাক্তি তার হাত ধরে টানেন।
আর যারফলে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে। ওই ভক্ত এমনভাবে অরিজিতের হাত ধরে টানেন যে গায়ক হাত সোজাই করতে পারছিলেন না। রীতিমতো তার হাত কাঁপছিল। তবে, এরপরেও কিন্তু মুখ থেকে কোনো কটুবাক্য বেরোয়নি তার। শান্ত হয়েই কথা বলেন ওই ভক্তর সঙ্গে। অরিজিৎ (Arijit Singh) বলেন যে, আপনি এইভাবে আমার হাত টানছেন আমি তো ব্যাথা পেলাম। এখন হাতও নাড়াতে পারছি না। আর এই অবস্থায় আমি যদি গান গাইতে না পারি তাহলে আপনারা কিভাবে অনুষ্ঠান উপভোগ করবেন?
অরিজিতের (Arijit Singh) এই ব্যবহার আরও একবার প্রমান করে দেয় যে, তিনি কতটা ভদ্র। এদিন স্টেজের মধ্যেই গায়কের হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধতেও দেখা গিয়েছে। তবে, এতকিছুর পরেও এদিন তিনি দর্শকদের কাছে যাবেন বলে জানিয়েছেন। কারণ সবাইকে তিনি ভালোবাসেন বলে জানিয়েছেন।