ভারত ছাড়াও বিশ্বের এই ৫ টি দেশ স্বাধীন হয়েছিল ১৫ ই আগষ্ট, না জানলে জেনে নিন
ভারতেই নয় আরও কয়েকটি দেশেও আজ স্বাধীনতা দিবস পালিত হয়। জানেন কি কোন কোন দেশ?

আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। ২০০ বছরের দীর্ঘ সময় ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয়েছিল দেশ। ভারতের বুকে উড়েছিল জাতীয় পতাকা। তবে জানেন কি ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার আগে ভারতকে দুটি ভাগে বিভক্ত করে গিয়েছিল। যার একটি নাম ভারতবর্ষ। আর অপরটি পাকিস্থান। যেটি নতুন দেশ হিসেবে গণ্য করা হয়। পাকিস্থানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট।
ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। তবে শুধু ভারতেই নয় আরও কয়েকটি দেশেও আজ স্বাধীনতা দিবস পালিত হয়। জানেন কি কোন কোন দেশ? আজকের এই প্রতিবেদনে আপনাদের সেই সম্পর্কেই বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক
১. উত্তর ও দক্ষিণ কোরিয়া-১৯৪৫ সালের ১৫ আগস্ট উত্তর ও দক্ষিণ দুই কোরিয়াতেই ‛জাতীয় মুক্তি’ দিবস পালিত হয়েছিল। জাপানি ঔপনিবেশিকতা কাটিয়ে আজকের দিনের স্বাধীনতা লাভ করেছিল। তবে স্বাধীনতা পাওয়ার তিন বছর পর স্বাধীন কোরিয়ান সরকার গঠিত হয়। জানেন কি কোরিয়ান ভাষায় আজকের এই দিনটিকে ‛গওয়াংবোকজিয়ল’ বলা হয়। যার অর্থ পুনরুদ্ধার।
২.রিপাবলিক অব কঙ্গো-৮০ বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পর ১৯৬০ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে আফ্রিকা মহাদেশের গুরুত্বপূর্ণ এই শহর।
৩.বাহারিন-১৯৭১ সালের ১৫ আগস্ট ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেন। দিলমুন সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন হল এই বাহারিন। বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী এই দেশটিকে ‛মুক্তোর দেশ’ হিসেবে অভিহিত করা হয়।
৪.লিচটেনস্টাইন-মধ্য ইউরোপে অবস্থিত বিশ্বের ষষ্ঠতম দেশ হল লিচটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ আগস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।