×
News

Anubarata Mondal Arrest: খেলা শেষ কেষ্টর! গরুপাচার কান্ডে গ্রেফতার বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল

গরুপাচার কান্ডে CBI-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল

Anubrata Mondal Arrest: চলতি দিনগুলি যেন শাসক দলের পক্ষে একের পর এক অস্বস্তি ডেকে আনছে। পার্থ চ্যাটার্জীর পরে এবার সিবিআই -য়ের হাতে গ্রেপ্তার হলো বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। আজ সকাল ১০টা নাগাদ বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গিয়ে তাকে গ্রেপ্তার করেন সিবিআই অফিসারেরা। গরু পাচার কাণ্ডে বেশ কিছুদিন আগেই নাম জড়িয়েছিল অনুব্রত মন্ডলের। পর পর ১০ বার সিবিআই আধিকারিকরা তাকে তলব দিলেও ৯ বার তলব এড়িয়েছেন বীরভূমের বেতাজ বাদশা। এবার সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবার নিজের শারীরিক সমস্যার কারণ দেখিয়ে তলবের দিনগুলি এড়িয়ে গেছেন। কিন্তু গতকাল রাতে নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা বোলপুরে পৌঁছান। সকালে সেখান থেকে সোজা তার বাড়িতে ঢুকে যায় কেন্দ্রীয় বাহিনীর সাথে। অনুব্রত মণ্ডলের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা চারদিক থেকে ঘিরে ফেলে। আধিকারিকরা সোজা বাড়ির দোতলায় চলে যান। বাড়িতে কর্মরত পুলিশ কর্মীকেও ঢুকতে দেয়নি সিবিআই। তবে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে ঢুকতে দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।

বাড়ির সকলের ফোন নিয়ে নেওয়া হয়। জানা যাচ্ছে CBI অফিসারদের এর সাথেই একজন ব্যাংক কর্মীকেও রাখা হয়েছিল। তবে কি কোনো টাকা পাওয়ার আসা ছিল অনুব্রতর বাড়ি থেকে? উঠছে সেই প্রশ্ন। তবে এত তাড়াতাড়ি যে অনুব্রত মণ্ডলের খেলা শেষ হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউই। তবে এবার কোন খেলা খেলবেন অনুব্রত মন্ডল তা দেখার জন্য মুকিয়ে গোটা রাজ্যবাসী।