Aadhaar Update : আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সরকারের, জেনে নিন বিস্তারিত

সাধারণের কথা চিন্তা করে ফের বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্র সরকার। বাড়ানো হল বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা। আসলে বর্তমানে আধার কার্ড ছাড়া হয় না কোনো কাজ। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই কার্ডটি। ব্যাংকিং কাজ হোক কিংবা গুরুত্বপূর্ণ যে কোনো কাজ, সবেতেই প্রয়োজন পড়ে আধার কার্ডের।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI ইতিমধ্যেই আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে জানানো হয়, ‘আধার কার্ডের নথি আপডেট করতে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হল। আসলে বিনামূল্যে আধার আপডেট করার ক্ষেত্রে দেশের মানুষের ভালো ফিডব্যাক পাওয়া গেছে আর সে কারণেই বাড়লো সময়সীমা’।
জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত অনলাইনে আধার আপডেট করতে পারবেন সাধারণ মানুষ। যদিও বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সময়সীমা আছে 2023 সালের 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘আধার কার্ডে জনসংখ্যা সংক্রান্ত যেকোনো তথ্যের নির্ভুলতার জন্য অবিলম্বে আধার কার্ড আপডেট করুন’।
উল্লেখ্য, সাধারণত আধার আপডেট করতে গেলে সাধারন মানুষকে খরচ করতে হয় 25 টাকা কিংবা 50 টাকা। তবে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে আপাতত চলতি বছরের ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন ভারতীয় নাগরিকরা।
কীভাবে করবেন আধার আপডেট?
- আধার আপডেট করার জন্য প্রথমেই যেতে হবে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে।
- এরপর লগইন করে নাম, লিঙ্গ, জন্ম তারিখ আপডেট অপশনটি বেছে নিতে হবে।
- ক্লিক করতে হবে ‘আপডেট আধার অনলাইন’ অপশনে।
- এরপর অ্যাড্রেস অপশনটি বেছে নিয়ে প্রসেস ফর আধার আপডেট এ ক্লিক করতে হবে।
- আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি।
সেটি জমা দিলেই একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর আসবে। এই নম্বরটা অবশ্যই আপনাকে রেখে দিতে হবে। খুব সহজেই পরবর্তীকালে এই নম্বর ব্যবহার করে ট্রাকিং করতে পারবেন আপনার অনুরোধ।