×
NewsOffbeat

Viral: অবাক কান্ড! জালে ধরা পড়লো পায়রার মুখ আকৃতির বিরল প্রজাতির মাছ, দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের

এই সুবিশাল পৃথিবীর সবথেকে বেশি রহস্য লুকিয়ে আছে মাটি ও সমুদ্র তলদেশে। কথাটি যেন ঠিকই কারণ এখন হামেশাই জল কিংবা মাটির তলা থেকে বিভিন্ন অজানা ব্যাপার স্যাপার সামনে আসে। এই যেমন আপনারা মনে করতে পারবেন সমুদ্র থেকে এক ধরণের মাছ ধরা হয়েছিল কিছু বছর আগে যার দুটি ডানা আছে সম্পূর্ণ পাখির মতোই। এমনই আবারো একবার এক ধরণের আজব প্রাণী জলের তলা থেকে ধরা হলো যা দেখে হতবাক নেটিজেনরা।

ঘটনাটি চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে ঘটেছে। ৫ ই জুন এক মৎস্যজীবির জালে রুই প্রজাতির এই মাছটি ধরা পরে। আপনারা ভাইরাল (Viral) হওয়া সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই মাছ। তবে মাছটার মুখটা দেখতে সম্পূর্ণ পাখির মতো। যা দেখতে ভীড় জমিয়েছিলেন বহু মানুষ। এমন ধরণের মাছের হদিশ পেয়ে সেই মৎস্যজীবিও বেশ চমকে গিয়েছিলেন। তবে কিছু সময় পরে জলে ফেলে দেন সেই মাছ।

জানা যায় এই ধরণের মাছ এশিয়া ও উত্তর আমেরিকার কিছু জায়গায় পাওয়া যায়। কিন্তু চীন দেশে প্রথমবার পাওয়া গেল এই প্রজাতির মাছ। তবে এই ধরণের মাছের প্রকৃত নাম কি তা যদিও জানা যায়নি। তবে সুন্দর ও নতুনত্ব এই প্রাণীটিকে দেখতে ভুলবেন না যেন।