
পুজো প্রায় এসেই গেছে আর মাত্র কটা দিনের অপেক্ষা। কিন্তু তার আগে হাতে বেশ কিছু টাকা যদি চলে আসে তাহলে কেমন হয় বলুন তো? না না কোনো বিশাল পরিশ্রমের কাজ করতে হবে না। বাড়ি বসে শুধু মাত্র ১০ টাকার বিনিময়ে পেয়ে যাবেন লাখ লাখ টাকা। কি ভাবছেন কোনো মস্করা করছি আপনাদের সাথে তাই তো? না আসলেই একটি পুরনো ১০ টাকার নোট বিক্রি করে আপনারা ৩৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
কোটিপতি হতে গেলে কিন্তু আপনার লাগবে অনেকগুলো অত্যন্ত ইউনিক পুরনো ১০ টাকার নোট। এই নোটের বিশেষত্ব হলো এতে ৭৮৬ নম্বরটি কোথাও না কোথাও একটা লেখা থাকতে হবে। যদি নোটের নম্বরের জায়গায় ৭৮৬ লেখা থাকে তাহলে খুবই ভালো। এরকম নোট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রায় ৫ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন এই নোট বিক্রি করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নোটটিকে ‘এক্সট্রিমলি রেয়ার নোটস’ হিসেবে চিহ্নিত করে দিয়েছে।

আপনি অনলাইনে কয়েন বাজার এবং কুইকারের মাধ্যমে কিভাবে এই নোট বিক্রি করবেন বাড়িতে বসে তা জেনে নিন ধাপে ধাপে।
১) ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে হবে।
২) তারপর নিজের যাবতীয় তথ্য দিয়ে লগইন করুন।
৩) যে নোট বিক্রি করতে চান তার একটা স্বচ্ছ ফটো তুলে ওয়েবসাইটে আপলোড করে দিন।
৪) ক্রেতা আছেন যারা তাঁরা আপনার এই ফটো দেখবেন ও তারপরে মেসেজ করে কথা বার্তার মাধ্যমে দাম ঠিক হবে ও বিক্রি করে দেবেন।
কভারে ব্যবহৃত ছবিটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে।