×
News

১ লিটার তেলে ছুটবে ৯০ কিমি, ৫০ হাজারের কমে দুর্দান্ত বাইক আনল Bajaj

এবার অত্যন্ত কম দামে দূর্দান্ত বাইক আনল বাজাজ। খুব শীঘ্রই ভারতের বাজারে এই বাইক লঞ্চ করতে চলেছে তারা। জানা যাচ্ছে, এটি CT100 এর আপগ্রে’ড ভার্সন। এই ভার্সনের নাম দেওয়া হয়েছে CT100 KS।  এই বাইকের দাম থাকছে আপনার সাধ্যের মধ্যে, ৫০ হাজার টাকার থেকে কিছু কম। 

তবে এই বাইকের বিশেষত্ব মাত্র ১ লিটার তেল ভরলে আপনি ৯০ কিমি পথ যেতে পারবেন। তবে রিয়াল ওয়ার্ল্ড কন্ডিশন টেস্টে দেখা গেছে এই বাইকটি লোকালে ৬০ কিলোমিটার ও হাইরোডে ৭৫ কিলোমিটার মাইলেজ দেয়। বাইকটি তিনটি রংয়ের। গ্লস ইবনি ব্ল্যাক, ম্যাট অলিভ গ্রীন ও গ্লস ফ্লেম রেড। এই বাইকটির ওজন প্রায় ১১৫ কেজি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি।

ADVERTISEMENT

বাইকটিতে ১০.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এই বাইকে ১০২ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৭৫০০ আরপিএমে  ৮ বিএইচপি পাওয়ার এবং ৫৫০০ আরপিএমে ৮.৩৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

বাইকে ৪ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স রয়েছে। এছাড়াও এই বাইকের সামনের চাকায় ১২৫ মিমির হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন ও পিছনের চাকায় ১০০ মিমির স্প্রিং ইন স্প্রিং সাসপেনশন রয়েছে।

ADVERTISEMENT

Related Articles