বিশ্বসুন্দরী ঐশ্বর্যর পড়াশোনার দৌড় কতদূর? জানলে মাথা ঘুরে যাবে আপনার

বলিউডের (Bollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan)। কয়েক মাস আগেই তিনি ৪৯ বছরে পা দিয়েছেন। কিন্তু তারপরেও তার সৌন্দর্য্যে আজও পাগল হাজার পুরুষ। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এমনকি রিল থেকে রিয়েল লাইফ সব নিয়েই তিনি চর্চায় থাকেন। যেমন তার অভিনয় নিয়ে চর্চা হয় তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়েও হয় আলোচনা।
আর হবে নাই বা কেন? তিনি বিশ্বসুন্দরী বলে কথা। আর সেলিব্রেটিদের (Celebrity) জীবন নিয়ে বরাবরই চর্চা হয়ে থাকে। তারা কেমন ভাবে জীবন কাটান, কি খান, কোথায় যান এইসব কিছু নিয়ে নেটিজেনদের কম কৌতূহল থাকেনা। তবে আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো রাই সুন্দরীর শিক্ষগতা যোগ্যতা কতদূর সেই নিয়ে। জীবনপথে এগিয়ে চলার জন্য শিক্ষার গুরুত্ব ঠিক কতখানি তা নিশ্চই বলে বোঝাতে হবে না।
ঠিক ভুলের বিচার করার জন্য হলেও পেটে শিক্ষা থাকা বিশেষভাবে জরুরি। আর শিক্ষাই মানুষকে আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাবে। ঐশ্বর্য (Aiswarya Rai Bachchan) যেমন ভালো একজন অভিনেত্রী তেমন পড়াশোনাও তিনি বেশ ভালো ছিলেন। ১৯৭৩ সালে পয়লা নভেম্বর কর্ণাটকের তুলু ভাষী এক পরিবারে তার জন্ম হয়। স্কুলের গন্ডি পার করে ঐশ্বর্য উচ্চ শিক্ষার জন্য মুম্বাইতে (Mumbai) আসেন। এরপর জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন।
জয় হিন্দ কলেজে পড়াশোনার পাঠ শেষ করে মুম্বইয়েরই ডিজি রূপারেল কলেজ অফ আর্টস, সায়েন্স এন্ড কমার্স-এ ভর্তি হয়েছিলেন। তার প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা। আর সেই কারণেই তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন। তবে, নিজের কেরিয়ারের কথা ভেবে মাঝপথে তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল। তবে, অভিনয় কেরিয়ারেও ঐশ্বর্য (Aiswarya Rai Bachchan) যে বেশ সফল তা আশাকরি কাউকে বলে দিতে হবেনা।