Lifestyle

এই কলা চাষ করে কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

Advertisement
Advertisements

Banana Farming: যুগ যত বদলাচ্ছে ততই বদলে যাচ্ছে মানুষের চাহিদা। আগে বছরে কোনো জমিতে একবার চাষ করা হতো। আর সেই জমিতেই বর্তমানে বছরে চার বার চাষ করা হয়। কিন্তু প্রথাগত চাষে লাভের পরিমান কমে গেছে। সেই কারণেই বিভিন্ন বিকল্প পদ্ধতি খুঁজছেন চাষিরা। তবে করবেন নাকি লক্ষ লক্ষ টাকা লাভের একটি চাষ। খুব কম খরচে এই চাষ আপনাকে বিশেষভাবে সুযোগ দেবে উন্নতি করার।

এই কলা চাষ করে কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

কোন বিশেষ চাষের কথা বলা হচ্ছে –

এক বিশেষ ধরণের কলা চাষ করার কথা বলা হচ্ছে। যেখানে আপনি অনায়েসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই বিশেষ কলাটির জাত হলো ‘টি-নাইন’। মূলত কম সময়ে বৃদ্ধি পায় এই গাছ ও তার সাথেই ফল গুলিও খাওয়ার উপযোগী হয়ে ওঠে। যে কারণে এই কলা চাষ করলে আপনি নিজের অর্থনৈতিক সমস্যা দূর করতে পারবেন।

এই কলা চাষ করে কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

কিভাবে ও কোথায় শুরু হলো এই কলা চাষ –

বিহার রাজ্যের মাধেপুর জেলার গামহরিয়া ব্লকের চিকনি ফুলকাহা গ্রামে এই কলার চাষ হচ্ছে। সেখানের বাসিন্দা অরুন কুমার এই কলার চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। পেশায় সুপল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অরুন বাবু। তার নিজের ইচ্ছার জন্যই এই বিশেষ কলা চাষ শুরু করেছিলেন তিনি।

এই কলা চাষ করে কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

কলা চাষ সম্পর্কে কিভাবে জানলেন –

উদ্যানপালনের এক আধিকারিক তাঁকে এই বিশেষ ‘টি-নাইন’ জাতের কলা চাষ করার পরামর্শ দেন। যদিও প্রথমে এই কলা চাষ করলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তারপরে চাষের খুঁটিনাটি বুঝে যেতেই ৫ একর জমিতে এই কলার চাষ শুরু করেছেন।

এই কলা চাষ করে কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

কলা গাছের মাটি – বিহারের মাটিতে এই কলা চাষ সবথেকে ভালো হচ্ছে। তাই এই কলা অন্য রাজ্যে চাষ করার আগে বিস্তারিত জেনে নেওয়া আবশ্যক।

এই কলা চাষ করে কমাতে পারেন লক্ষ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

লাভের অংক – অরুন বাবু জানিয়েছেন, কৃষকরা প্রতি একর এই কলা চাষ করে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লাভের মুখ দেখতে পাবেন।