
মহিলাদের সমাজে চলার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যদিও সমাজের অন্য মানুষেরাই সেই কথায় সায় দিয়েছিলো। সঠিক ভাবে চলা কিংবা কোনো পর পুরুষের সামনে খিলখিলিয়ে কথা না বলার প্রস্তাব দিয়ে থাকেন অনেকেই। তবে এসবের উর্দ্ধে গিয়েও কোনো মেয়ে কিংবা মহিলা একা থাকলে পাঁচটি বিশেষ কাজ করে থাকেন। জানেন সেই পাঁচটি কাজ কি কি?
১) মহিলারা একা থাকলে ইচ্ছা মতো করে ঘুমাতে পারে। আমরা ঘুমের সময়ে সবসময়ই একটু রিলাক্স থাকার কথা মনে করি। তবে অন্য কেউ সাথে থাকলে কোনো মেয়ে নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারে না।
২) বগল ঘেমে যাওয়া কোনো মেয়ে একদম পছন্দ করেন না। তাই প্রতিটা সময় নিজের বগলকে সুন্দর রাখতে একা থাকলেই তারা যথাসাধ্য চেষ্টা করে থাকেন।
৩) বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মহিলারা আগে তাদের অন্তর্বাসটি খুলে ফেলে দেয়৷ এতে তারা অনেক স্বচ্ছন্দে থাকতে পারে৷ তবে এটা একা থাকলেই করা সম্ভব হয় শুধুমাত্র।
৪) একা থাকলে তারা নিজেদের ভবিষ্যৎ এর জীবন নিয়ে চিন্তা করে৷ যেহেতু মেয়েরা অনেকটা বেশি সংবেদনশীল হয়, তাই কখনও কখনও ভভিষ্যতের কথা ভেবে তাদের চোখে জলও আসে৷
৫) মেয়েরা রাস্তা ঘাটে যেমন খুশি বসতে বা হাঁটতে পারে না। কিন্তু একা থাকলে নিজের ইচ্ছা মতো বসতে ও হাঁটতে পারে। আর তারা একা থাকলেই কিন্তু নিজের মনের মতো করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকে৷