×
Lifestyle

কুকুররা কেন সবসময় গাড়ির চাকা এবং বিদ্যুতের খুঁটিতেই প্রস্রাব করে? ৯৯% মানুষ বলতে পারে না

মজাদার ও অজানা তথ্যে ভরে আছে আমাদের পৃথিবী। এখনও যে কতকিছুই অজানা তা বলার অপেক্ষা রাখে না। আমাদের সামনে নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণ সম্পর্কেও বুঝে উঠতে পারি না। এই যেমন বাড়ির আশপাশে বা রাস্তাঘাটে একটু লক্ষ্য করলেই দেখা যায় গাড়ির টায়ার এবং বিদ্যুতের খুঁটিতে কুকুররা প্রস্রাব করে। কিন্তু সব সময়ে এই দুটি জায়গা বেছে নেয় কেন তারা। জানেন এর কারণ কি? বহুবার এই দৃশ্য দেখতে পেলেও জানেন না সারমেয়রা কেন করে এমনটা? আজ আপনাদের এই অজানা ও মজাদার তথ্য জানাবো প্রতিবেদনের মাধ্যমে।

কুকুররা কেন সবসময় গাড়ির চাকা এবং বিদ্যুতের খুঁটিতেই প্রস্রাব করে? ৯৯% মানুষ বলতে পারে না -

১) গাড়ির টায়ারে কুকুরদের প্রস্রাব করার একটি কারণ হল, কুকুররা টায়ারের গন্ধ বিশেষ পছন্দ করে। তাদের এই টায়ারের গন্ধ আকর্ষণ করে খুব বেশি। তাই কোনো গাড়ি কিংবা সাইকেল দেখলেও কুকুররা বারংবার সেই টায়ারে গিয়েই প্রস্রাব করে দেয়।

কুকুররা কেন সবসময় গাড়ির চাকা এবং বিদ্যুতের খুঁটিতেই প্রস্রাব করে? ৯৯% মানুষ বলতে পারে না -

২) নিজেদের এলাকা চিহ্নিত করে রাখার জন্য বিদ্যুতের খুঁটি বা গাড়ির চাকায় প্রস্রাব করে তারা। এর ফলে যেমন নিজেদের দলের কুকুরেরা এলাকা বুঝতে পারে। তেমনই অন্য কোনো কুকুর দল ছুট হয়ে গেলে বুঝে যায় অন্য এলাকায় এসে পরেছে সে।

কুকুররা কেন সবসময় গাড়ির চাকা এবং বিদ্যুতের খুঁটিতেই প্রস্রাব করে? ৯৯% মানুষ বলতে পারে না -

৩) কুকুরদেরও কিছু স্বভাবগত আচরণ থাকে। তার মধ্যেই একটা হলো সমতল থেকে অত্যাধিক উঁচু জায়গায় প্রস্রাব করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। প্রস্রাবের গন্ধ টায়ারে দীর্ঘ ক্ষণ স্থায়ী হয়। সেই কারণেই একবার করলে বাকি সঙ্গীদের বুঝতে সুবিধা হয় তাদের দলের বাকি সদস্যরা কোথায় আছে। মাটিতে করলে কিন্তু সেই সুবিধা পাওয়া সম্ভব নয়।