Advertisement
Lifestyle

রাতারাতি বদলাবে ভাগ্য! শুকনো তুলসী পাতা ফেলে না দিয়ে অবশ্যই করুন এই কাজ, ফল পাবেন হাতেনাতে

Advertisement
Advertisements

হিন্দু বাড়ি মানেই একটা তুলসী গাছ সবার বাড়িতে থাকবেই। তুলসী গাছকে মনে করা হয় ৩৩ কোটি দেবতার বাসস্থান। সেই হিসাবে প্রতিদিন এই গাছকে পুজো করেন সবাই। তুলসী পুজো করলে ঘরে আসে ইতিবাচক শক্তি। মেলে দেবী লক্ষ্মীর সম্পূর্ণ আশীর্বাদ। বাস্তুশাস্ত্রেও তুলসী গাছ খুবই গুরুত্বপূর্ণ। ঘরে থাকলে সুখ ও শান্তি থাকে। তবে অনেক সময় কিন্তু বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায়। কোনোরকম উপায়ে সেই গাছকে বাঁচানো সম্ভব হয় না।

রাতারাতি বদলাবে ভাগ্য! শুকনো তুলসী পাতা ফেলে না দিয়ে অবশ্যই করুন এই কাজ, ফল পাবেন হাতেনাতে

Advertisements

বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছ ভবিষ্যতের বিপদের ইঙ্গিতও দেয় তাই হঠাৎ শুকিয়ে গেলে সঙ্কটের আভাস তৈরী হয়। তুলসীর এই শুকনো গাছ দিয়ে কী করা উচিত জানেন? ফেলে না দিয়ে সেই গাছের পাতাকে এই ছয় ভাবে কাজে লাগান যার ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। আজ সেই বিশেষ টিপস নিয়েই তৈরী আমাদের প্রতিবেদন –

Advertisements

রাতারাতি বদলাবে ভাগ্য! শুকনো তুলসী পাতা ফেলে না দিয়ে অবশ্যই করুন এই কাজ, ফল পাবেন হাতেনাতে

১) বিষ্ণু পুজোর সময় শুকনো তুলসী পাতা ব্যবহার করা হয়। স্নানের পরে একটা শুকনো তুলসী পাতা ভগবান বিষ্ণুর পায়ে দেবেন।

২) তুলসীর ৭টি শুকনো পাতা দিয়ে কাঠের বান্ডিল নিয়ে একটি প্রদীপ তৈরি করুন। তার মধ্যে তুলো ব্যবহার করে ঘিতে ডুবিয়ে রাখুন। তারপর শুভদিনে শ্রী বিষ্ণুর পুজোয় সেটি জ্বালান। ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি। দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে দারিদ্র্যতা থাকে না।

৩) শুকনো তুলসী পাতা কৃষ্ণের ভোগের জন্য ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। আবার গোপালকে যখন স্নান করাবেন সেই সময় জলের মধ্যে শুকনো তুলসী পাতা ফেলে দেবেন।

রাতারাতি বদলাবে ভাগ্য! শুকনো তুলসী পাতা ফেলে না দিয়ে অবশ্যই করুন এই কাজ, ফল পাবেন হাতেনাতে

৪) গঙ্গাজলের মধ্যে তুলসীর শুকনো পাতা মিশিয়ে সম্পূর্ণ ঘরে ছিটিয়ে দিন। এর ফলে সর্বদা আপনার ঘরে ইতিবাচক শক্তি ঘোরাফেরা করবে।

৫) নিজে যখন স্নান করবেন জলের মধ্যে একটা শুকনো তুলসী পাতা ফেলে দেবেন। এর ফলে আপনার শরীরে নেতিবাচক শক্তি বেরিয়ে গিয়ে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে।

৬) তুলসীর শুকনো পাতা লাল কাপড়ে বেঁধে আলমারি বা সিন্দুকে রেখে দিন। মা লক্ষ্মীর কৃপা পাবেন যার ফলে অর্থনৈতিক উন্নতি হবে।