Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

প্রায় সবার বাড়িতেই লবঙ্গ থাকে। বিভিন্ন রান্না থেকে পূজার কাজ সব কিছুতেই এর ব্যবহার দেখা যায়। তবে শাস্ত্র মতে ও গণনা করে পাওয়া গেছে লবঙ্গ বাড়িতে রাখা খুব শুভ। এই শুকনো ক্ষুদ্র ফলটি আপনার বাড়িতে থাকলে সবসময় সুখ-সমৃদ্ধি ও অর্থ থাকবে। আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো ‘লবঙ্গ’-এর সাহায্যে নিজেকে, তার সাথেই নিজের বাড়ি ও বাস্তু ভালো রাখার কয়েকটি সহজ উপায়।
১] সংসারে অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়? শুধু তাই নয় তার সাথেই বারবার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে? এই সবকিছুই কেটে যেতে পারে লবঙ্গের একটি টোটকা করলে। প্রথমে চাটুতে ৭-৮ টি লবঙ্গ পুড়িয়ে নিন। এবার বাড়ির যে কোনো একটি কোনায় সেই লবঙ্গগুলি রেখে দিন। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আপনার বাড়িতে লক্ষ্য করতে পারবেন।
২] হিন্দু ঘরে কমবেশি সব বাড়িতেই নিয়মিত পূজাপাঠ করা হয়ে থাকে। ভগবানের পুজো করার সময় প্রদীপে কয়েকটি লবঙ্গ দিয়ে প্রজ্জলিত করুন। তাহলে সারা বাড়িতে একটা সু-প্রভাব ও শান্তি লক্ষ করা যাবে।
৩] অনেক দিন ধরে আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন?
তাহলে লবঙ্গের ছোট্ট এই টোটকাটি করতে পারেন। সাতটি লবঙ্গ ও গোলমরিচ মাথা দিয়ে ঘুরিয়ে এমন জায়গায় ফেলেদিন যেখানে কেউ যাতায়াত করে না। মনে রাখবেন, লবঙ্গটিকে চার দিকে ফেলবেন এবং তারপরে আর পেছন ফিরে তাকাবেন না।
৪] অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো কাজেই সফল হতে পারছেন না?
একটি পানের পাতা নিন। তাতে লবঙ্গ, এলাচ ও সুপুরি নিয়ে মুড়ে নিন। এবার ভগবান গনেশকে তা অর্পণ করুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই সাফল্য আসবে।
৫] সংসারে শনিবারে অশান্তি লেগে থাকে?
শনিবার এলেই ঝগড়া, অশান্তি, বিবাদ হয়। তাহলে প্রতি শনিবার লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন। দেখবেন বাড়ির থেকে সব ধরণের নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। পরিবার সুখ-শান্তিতে ভরে উঠবে।
৬] কাউকে টাকা ধার দিয়েছিলেন?
কিন্তু সে টাকা ফেরত দিচ্ছে না। ঝগড়া-অশান্তি না করে লবঙ্গের একটা ছোট্ট টোটকা করুন। যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর জ্বালিয়ে ২১টি লবঙ্গ দিয়ে লক্ষীর ধ্যান করুন। সব সমস্যা নিমেষেই কেটে যাবে।