Lifestyle

Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

Advertisement

প্রায় সবার বাড়িতেই লবঙ্গ থাকে। বিভিন্ন রান্না থেকে পূজার কাজ সব কিছুতেই এর ব্যবহার দেখা যায়। তবে শাস্ত্র মতে ও গণনা করে পাওয়া গেছে লবঙ্গ বাড়িতে রাখা খুব শুভ। এই শুকনো ক্ষুদ্র ফলটি আপনার বাড়িতে থাকলে সবসময় সুখ-সমৃদ্ধি ও অর্থ থাকবে। আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো ‘লবঙ্গ’-এর সাহায্যে নিজেকে, তার সাথেই নিজের বাড়ি ও বাস্তু ভালো রাখার কয়েকটি সহজ উপায়।

Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

১] সংসারে অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়? শুধু তাই নয় তার সাথেই বারবার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে? এই সবকিছুই কেটে যেতে পারে লবঙ্গের একটি টোটকা করলে। প্রথমে চাটুতে ৭-৮ টি লবঙ্গ পুড়িয়ে নিন। এবার বাড়ির যে কোনো একটি কোনায় সেই লবঙ্গগুলি রেখে দিন। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আপনার বাড়িতে লক্ষ্য করতে পারবেন।

Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

২] হিন্দু ঘরে কমবেশি সব বাড়িতেই নিয়মিত পূজাপাঠ করা হয়ে থাকে। ভগবানের পুজো করার সময় প্রদীপে কয়েকটি লবঙ্গ দিয়ে প্রজ্জলিত করুন। তাহলে সারা বাড়িতে একটা সু-প্রভাব ও শান্তি লক্ষ করা যাবে।

Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

৩] অনেক দিন ধরে আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন?
তাহলে লবঙ্গের ছোট্ট এই টোটকাটি করতে পারেন। সাতটি লবঙ্গ ও গোলমরিচ মাথা দিয়ে ঘুরিয়ে এমন জায়গায় ফেলেদিন যেখানে কেউ যাতায়াত করে না। মনে রাখবেন, লবঙ্গটিকে চার দিকে ফেলবেন এবং তারপরে আর পেছন ফিরে তাকাবেন না।

Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

৪] অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো কাজেই সফল হতে পারছেন না?
একটি পানের পাতা নিন। তাতে লবঙ্গ, এলাচ ও সুপুরি নিয়ে মুড়ে নিন। এবার ভগবান গনেশকে তা অর্পণ করুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই সাফল্য আসবে।

৫] সংসারে শনিবারে অশান্তি লেগে থাকে?
শনিবার এলেই ঝগড়া, অশান্তি, বিবাদ হয়। তাহলে প্রতি শনিবার লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন। দেখবেন বাড়ির থেকে সব ধরণের নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। পরিবার সুখ-শান্তিতে ভরে উঠবে।

Lifestyle: দূর হবে অর্থাভাব, সুখ-শান্তিতে ভরে উঠবে দৈনন্দিন জীবন, প্রয়োগ করুন লবঙ্গের এই ঘরোয়া টোটকা

৬] কাউকে টাকা ধার দিয়েছিলেন?
কিন্তু সে টাকা ফেরত দিচ্ছে না। ঝগড়া-অশান্তি না করে লবঙ্গের একটা ছোট্ট টোটকা করুন। যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর জ্বালিয়ে ২১টি লবঙ্গ দিয়ে লক্ষীর ধ্যান করুন। সব সমস্যা নিমেষেই কেটে যাবে।