×
Lifestyle

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান

শীতকাল মানেই খুশকির সমস্যায় ভুগতে থাকেন প্রচুর মানুষ। শ্যাম্পু কিংবা দামি হেয়ার ট্রিটমেন্ট কোনো কিছুতেই লাভ হয়না বললেই চলে। তবে জানেন কি ঘরে থাকা আপনার অলিভ অয়েল যদি বিশেষ পদ্ধতিতে ব্যবহার করতে পারেন চুলের খুশকি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। হ্যাঁ আপনাদের জন্যই আজ বিশেষ ছয়টি অলিভ অয়েল দিয়ে তৈরী খুশকি দূর করার পদ্ধতি নিচে আলোচনা করা হল।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

১) ডিম এবং অলিভ অয়েল হেয়ার মাস্ক –

১টি ডিমের সাদা অংশ ও ২ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে ফেটিয়ে নিন। এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে ও চুলে লাগিয়ে মাথা ঢেকে রাখতে পারেন। আধ ঘন্টা পরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার বা দুই বার এই হেয়ার মাস্ক লাগান দেখবেন খুশকি পালিয়েছে বহু দূর।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

২) অলিভ অয়েল ও হলুদ –

১ চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। স্ক্যাল্প ও চুলে এই মিশ্রণটি লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই হেয়ার মাস্ক ব্যবহার করলেই হাতে নাতে ফল পাবেন।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

৩) অলিভ ও আলমন্ড অয়েল –

১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসাজ করুন কিছু সময়। ৩০ মিনিট পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। দুর্দান্ত উপযোগী ও আপনার খুশকি তাড়ানোর জন্য সবথেকে ভালো।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

৪) সাদা ভিনেগার ও অলিভ অয়েল –

১ চা চামচ অলিভ অয়েলের সঙ্গে ২ চা চামচ সাদা ভিনেগার এবং ১ টেবিল চামচ জল মিশিয়ে নিন। স্ক্যাল্পে এই মিশ্রণটি লাগিয়ে টানা পাঁচ মিনিট ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। টানা সাতদিন এই মিশ্রণটি লাগাতে পারেন।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

৫) অলিভ অয়েল ও লেবু –

চা চামচ লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ৪৫ মিনিট পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই হেয়ার মাস্ক লাগালেই খুশকি একদম চলে যাবে।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

৬) অলিভ অয়েল ও টি ট্রি অয়েল –

২ টেবিল চামচ অলিভ অয়েলের সাথে ১০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে রেখে দিন। কিছু সময় পরে শ্যাম্পু করে ধুয়ে নিলেই হয়ে যাবে।

চিরতরে দূর হবে খুশকি, অবশ্যই অলিভ অয়েলের সাথে ব্যবহার করুন এই উপাদান -

সতর্কিকরণ – উপরের উল্লিখিত কোনো উপাদানের এলার্জি থাকলে ব্যবহার করবেন না। তার পরিবর্তে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন।